সাধন । পাঁচ কোটি টাকার ক্ষতিপুরণ কি প্রকারে হইবে অমর এ কথার কোন উত্তর দিতে চাহি না । গবর্ণমেণ্টে এত দিগগজ পণ্ডিত থাকিতে আমরা কেন ও কথার মীমাংসা করিতে যাইব ? আমাদিগের কেবল এই জিজ্ঞাস্য অহিফেণ হইতে ভাল ফল উৎপন্ন হয় কি না ? এই প্রশ্নটির উত্তর দিয়াই আমরা নিশ্চিন্তু থাকিব । যদি ভাল ফল উৎপন্ন হয়, ভtলই । নচেৎ ইহার পক্ষ সমর্থন করিয়া আম দিগের কোন কথা বলিবার অধিকার নাই। অহিফেণের দুই প্রকার ব্যবহার আছে-একটি ঔষধ বলিয়া, আর একটি মাদক বলিয়া । আবার মাদক বলিয়া ইহা দুই প্রকারে সেবিত হয়—প্রথমতঃ ভক্ষণ করিয়া, দ্বিতীয়তঃ ধূমপান করিয়া। ঔষধরূপ অহিফেণের অনেকগুলি উপকার লক্ষিত হয়। উদরের রোগ, বহুমুত্র প্রভৃতি ব্যাধিতে ইহার মত ঔষধ আর নাই । কিন্তু মাদক বলিয়৷ কি ই হার কোন গুণ আছে ? কেই কেহ বলেন যে, মুরাপান অপেক্ষ অহিফেণ সেবন অনেক গুণে ভাল । একথা শুনিলে আমাদের হাসি আসে । কেহ কি কখন বলেন যে, জলে ডুবিয়া মরা অপেক্ষ। গলায় দড়ি দিয়া মরা লক্ষ গুণে ভাল ? আমরা বলিব যে, দুইই মন্দ । ইহাদিগের মধ্যে তারতম্য নাই। কেহ কি জিজ্ঞাসা করেন –-গলায় দড়ি দিতে গেলে নারিকেলের ছোবড়ানিৰ্ম্মিত রজ্জ ব্যবহার করা
ত i Ç' 可, 丽 অতিস্থল্ম রেশমবোন। দড়ি ভাল ? আমাদের উত্তর এই যে, মরণট। দুয়েতেই সমান। ইহাতে ভালমন্দের বিচার নাই । যদি নেশা করাটাই মন্দ হয়, তাহ হইলে স্বরাপান যেমন মদ, অহিফেণ সেবনও ততটা মন্দ । এখন দেখিতে হইবে পাপের আবার তারতম্য কি ? যে, অহিফেণ অনিষ্টকর কি না ; ; আমরা বলি যে, ইহাতে যথেষ্ট অনিষ্ট হয়। কিঞ্চিৎ অধিক পরি । স্বরলিপি । মাণে, প্রত্যহ চৌদ্দ গ্রেণ খাইলে লোকের অকৰ্ম্মণ্য হইয়া যায়। তাহাদিগের রাত্রে নিদ্রা হয় না, দিবসে কেবল তন্দ্র আসে, মানসিক বল ও উদ্যম কিছুই থাকে না, এবং তাহারা ভীরু ও কাপুরুষ রা পড়ে। শরীরে একটু মাত্র রোগ আসিলে অহিফেণসেবককে মৃত্যু গ্রাসে পতিত হইতে হয়। আর একটি প্রকৃত কথা এই যে, একেবারে পুরুষত্বহীন হইয়া যায়। সাহেব বলিয়াছেন যে, যাহারা অধিক পরিমাণে অহিফেণ সেবন করে তা হাদিগের সন্তানস স্তুতি - - حم حج একেবারেই হয় না । অধিক হয় ন—এমন কি, অনেকে ইন্দ্রিয় উত্তেজনা করিবার মানসে অহিফেণ ব্যবহার করে। কিন্তু অবশেষে তাহারাও পুরুষত্ব حك د অনিষ্টের মূল, তাহ{ یا به = ৩৩হ এ সম্বন্ধে আরও অনেক কথা বলি বার অাছে, বারাtলোচনা করিবার ইচ্ছা রহিল । "ככ 19 t স্তরে হু স্বরলিপি । ইমন—কাওয়ালী লয়। এখনে তারে চোখে দেখিনি, শুধু বাশি শুনেছি, - মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেচি। > సి , . SAAA AAAASAAAAMSMAAA AAAA AAAASASASS