পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন। দেব মনুষ্য-আকার ধারণ করিয়া মর্ত্যে আগমন করিয়াছেন? লোকপরম্পরায় এইরূপ বলাবলি হইতে হইতে র্তাহার আগমন বার্তা রাজা বিম্বিসারের কর্ণে প্রবেশ করিল। বিম্বিসার সিদ্ধ৷ র্থের সমবয়স্ক ছিলেন । । তিনি তৎক্ষণাৎ রাজভবনের ছাদ হইতে নবীন সন্ন্যাসীকে দেখিলেন । সিদ্ধার্থের রাজলক্ষণসকল দেখিয়া তিনি স্তম্ভিত হইলেন । একজন ভৃত্যের হস্তে ভিক্ষাদ্রব্য দিয়া তিনি তাহীকে সিদ্ধার্থের নিকট পাঠাইয়া দিলেন এবং সন্ন্যাসী কোথায় গমন করেন এবং কি করেন ইহার সবিশেষ বৃত্তান্ত আনয়ন করিবার আজ্ঞা দিলেন । সিদ্ধার্থ দ্বারে দ্বারে পর্য্যটন করিয়া ভিক্ষার সমুদয় পদার্থ প্রাপ্ত হইলে নগরের পূৰ্ব্বদ্বার দিয়া নিস্ক্রমণ করিয়া অবশেষে পাণ্ডব গিরির গুহা মধ্যে প্রবেশ করিলেন। সেই স্থানে পূর্বদিকে মুখ করিয়া অণহারের আয়োজন করিতে লাগিলেন । তৎপরে ভোজনে বসিয়া দেখিলেন যে, স্বহস্তে যে অন্ন পাক করিয়াছিলেন তাহা গ্রাস করিতে রুচি নাই । এতদিন আশ্রমে থাকিয়া অষ্ঠের হস্তে প্রস্তুত যে সকল খাদ্য তাহাই আহার করিয়াছিলেন। আজ তিনি স্বহস্তে পাক করিলেন। সেই রাজকুমারের আহার আর এই সন্ন্যাসীর প্রথম আহার—কত প্রভেদ ! ভিক্ষাদ্রব্য যতদূর মন্দ হইতে পারে তাহা হইয়াছিল। সে দ্রব্য আহার করিতে র্তাহার রুচি হইবে কেন ? অন্ন আর উদারস্থ হই না। ইহা দেখিয় তাহার কষ্ট এবং বা তাহাকে সংসারে ফিরিতে হয় । কিন্তু ঠিক সেই সমধে র্তাহার মনে কোথা হইতে এক দৈব বল আসিয়া উপস্থিত হইল ।

  • এই কয়েক জন রাজা বুদ্ধের সমসাময়িক ছিলেন—মগধরাজ বিধি" ;

শ্রাবস্তিরাজ প্রসেনাজিত, কৌশাম্বরাজ উদয়ান এবং উজ্জয়িনীরাজ। প্রদ্যোত।


------

বুদ্ধদেবের পর্য্যটন এবং শিক্ষারম্ভ । তিনি লজ্জিত হইলেন এবং বলিলেন—“আমি ভিক্ষুকের ব্যবসা লইয়া ভিক্ষুকের খাদ্যকে অবমাননা করিতেছি । ইহাই যে, এখন হইতে আমার নিত্য আহার হইল । ইহাতে অরুচি প্রবৃত্তিগুলিকে আমি একেবারে পদদ্বারা দলন এই বলিয়। তিনি ভোজনপত্রে টানিয়া লইলেন । আর সে ঘৃণা রহিল না । এবার খাদ্যগুলি অতিশয় মিষ্ট বলিয়া বোধ হইল । সেই দিন হইতে তিনি খাদ্যদ্রব্যকে আর ঘৃণা করিতেন না । বিম্বিসারের ভূ ত্যগণ এই সকল ব্যাপার দর্শন করিয়া রাজভবনে প্রত্যাগমন করিয়া মহারাজকে সকল কথা নিবেদন করিল। রাজা তৎক্ষণাৎ রথারোহণপূর্বক অনুচরবর্গকে সঙ্গে লইয়া পাণ্ডবগিরিতে গিয়া উপস্থিত হইলেন। দূর হইতে সিদ্ধার্থকে দেখিয়া রথ হইতে অবতীর্ণ হইলেন এবং তাহার নিকটে গিয়া বিনীতভাবে একপাশ্বে দণ্ডায়মান রহিলেন । সিদ্ধার্থের শান্তমূৰ্ত্তি দেখিয়া তিনি একেবারে অবাক। পরে তাবের বেগ সম্বরণ করিতে না পারিয়া তাহাকে সম্বোধন করিয় বলিলেন—“হে মহাত্মন, আপনার রূপ দেখিয়া বোধ হইতেছে ণে, আপনি সামান্য লোক নহেন । আপনার শরীরে সমগ্র রাজলক্ষণ বর্তমান । আপনি কে, কোন দেশের লোক, কোন উচ্চ বংশ হইতে উদ্ভত, এ সকল বিষয় জানিতে ইচ্ছা করি।” সিদ্ধাৰ্থ বলিলেন –“মহারাজ, হিমালয়শ্রেণীর অনতিদূরে কোশল শিব এক সমৃদ্ধিসম্পন্ন দেশ আছে। তথায় শাক্য বলিয়া o জাতি আছে। তাহারা স্বৰ্য্যবংশীয়, ইক্ষাকু তাহাদিগের ‘বনের নাম । আমি দেই জাতির লোক এবং আমার । j