পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশবিদেশে ভ্রমণ করিতেছিলেন। কিন্তু ভ্রান্ত মনুষ্য সেই দুঃখকে বিনাশ করিতে গিয়া দুঃখের কারণ যে কামনা, তাহা যাহাতে অনন্তকাল চরিতার্থ হয় ইহারই চেষ্টা করে । সিদ্ধার্থ আর সেখানে রছিলেন না। ঋষিদিগের নিকট বিদায় লইয়। পথিমধ্যে রামপুত্র রুদ্রক বলিয়। একজন ঋষির সহিত র্তাহার সাক্ষাৎ হইল । রামপুত্র বহুসংখ্যক শিষ্য সমভিব্যাহারে লইয়। রাজগৃহ হইতে অন্য দেশাভিমুখে ভ্রমণ করিতেছিলেন। তিনি বহুশাস্ত্রজ্ঞ ছিলেন, অতএব তাহার নিকট শিষ্যত্ব গ্রহণ করিলে সিদ্ধার্থ যাহ। চাহিতেছিলেন তাহ পাইতে পারেন এই মনে করিয়া তিনি রুদ্রকের আশ্রয় গ্রহণ করিলেন। ইহঁার নিকট যাহা পাইবার তাহ! তিনি প লেন। কিন্তু তিনি যে বিষয়ে আলোক প্রার্থী ছিলেন সে বিষয়ে দেখিলেন রুদ্রক নিতান্ত অজ্ঞ। তাহার রুদ্রকের সহিত অনেক বিচার ও তর্ক হইল। কিন্তু তিনি কিছুতেই সন্তুষ্ট হইলেন না। অব শেষে তিনি বলিয়া উঠিলেন—“আমি এখন এক সাধন করিব। কঠোর তপশ্চরণে শরীর ও ইন্দ্রিয়াদিকে পেষণ করিয়া মনকে বাসনার অগ্নি হইতে নিবৃত্ত করিব। সংসারের সকল পদার্থই ক্ষণভঙ্গুর, এমন কি আত্মা পৰ্য্যন্ত অনিত্য, যাহা দেখি তাই পরি বৰ্ত্তনশীল, আসিতেছে যাইতেছে। রূপরূপান্তর ধারণ করিয়া যুগে যুগে কেবল অসার তারই পরিচয় দিতেছে। মনকে এই ৷ চিন্তায় অভ্যস্ত করাইলে নিশ্চয়ই সে অবশেষে অনিত্য পদার্থকে অতিক্রম করিয়া নিষ্কাম রাজ্যের অধিকারী হইবে । আমি সাধন করিতে চাই। অতএব কোন নির্জন গহনে গমন ক্য আমার পক্ষে নিতান্ত আবশ্যক।” । কুদ্বয়} রুদ্রকের যে সকল শিষ্য ছিল তাহাদিগের মকেই t દ્વાન કરે

--- iASATTAAA S -------------- মৃচ্ছকটিক । . ૦ ઉઃ দুই পণ্ডিতের বিচার সমুদায় শুনিয়াছিল। তাহারা পরস্পর বলিতে লাগিল—“সিদ্ধার্থের ভাবগতিকে বোধ হয় যে, ইহঁfর কাছে থাকিলে আমাদিগের পরমার্থ লাভ হইবে । অতএব ইহঁার সঙ্গে সঙ্গে থাকাই ভাল ।” এই বলিয়া তাহারা সিদ্ধার্থের অনুগামী হইল । এই পাচ জনের নাম অজ্ঞাতকোণ্ডিল্য, অশ্বজিত, ভদ্রক, বাপ এবং মহানাম । সিদ্ধার্থ দক্ষিণদিকে কিয়দর গমন করিয়া পশ্চিমাভিমুখে গয়া শীর্ষ পৰ্ব্বত দেখিতে পাইলেন। তাহার সন্নিকটে নৈরঞ্জন এবং মহানদ বলিয়া দুই নদ ফন্তু নদীর সহিত একত্রিত হইয়াছে । নৈরঞ্জনের ধারে উরুবিল্ব বলিয়া এক গ্রাম ছিল । তথায় তিনি উপস্থিত হইলেন । চারিদিকে দৃষ্টিনিক্ষেপ করিয়া অবশেষে অতিশয় প্রীতমনে বলিয়া উঠিলেন –“ এই উরুবিহু-গ্রাম অতি সম্মুখে বিস্তৃত অরণ্য শোভমান । এই নৈরঞ্জনে ক্ষটিকের ন্যায় স্বচ্ছ বারি প্রবাহিত হইতেছে। দুই পারে স্বান করিবার অনেক ঘাট আছে। এবং চারিদিকে মনোহর গ্রামগধূহ দৃষ্টিগোচর হয় । মনে করিলেই তথায় যাওয়া যায়। যে কোন ব্যক্তি মোক্ষাথী হইয়। উচ্চ আশা চরিতার্থ করিতে চায়, তাহার পক্ষে এই স্থানই বিশেষরূপে উপযোগী।” সিদ্ধার্থ এই *লে ছয় বৎসর কাল অবস্থিতি করিয়াছিলেন। মৃচ্ছকটিক । s ছকটক প্রাচীন উজ্জয়িনীর একখানি উজ্জল সমাজচিত্র। o তপোবন নাই, ঋষ্যাশ্রম নাই, মানবহৃদয়ের চতুষ্পার্থে "ধ পদ্ধতি অত্যন্ত নিবিড় হইয় আসে নাই ; কেবল উজ্জয়িনীর ক - -