সাধন । অশনি বর্ণনা করিয়াছেন এবং গুরু গুরু বর্ষাবর্ণনায় একদিকে সোৎকণ্ঠ চারুদত্ত ও অন্যদিকে অভিসারিক বসন্তসেনার মনে প্রকৃতিকে প্রেমাদ্র করিয়া তুলিয়াছেন। এবং বিদ্যুৎ যখন অম্বরকে ঘন ঘন আলিঙ্গন করিতে লাগিল, কবি আর থাকিতে পারিলেন ন—চারুদত্ত ও বসন্তসেনাকে পরস্পরের গাঢ় আলিঈনে আবদ্ধ করিয়া অঙ্ক শেষ করিলেন । “বর্ষশতমস্তু দুদিনমবিরতধারং শতহ্রদ। স্ফ রতু। অস্মদ্বিধদুর্লভয়। যদহং প্রিয়য় পরিধক্তঃ ॥” কিন্তু রাত্রি প্রভাত হইল। চারুদত্ত ভৃত্য বৰ্দ্ধমানককে শকট ঠিক করিয়া বসন্তসেনাকে পুষ্পকরণ্ডক উদ্যানে লইয়। যাইতে বলিয়া গিয়াছেন। বসন্তসেনা গাত্ৰোখান করিয়া ধূত। দেবীর সংবাদ লইলেন :– বস। অবি সন্তঃদি চারুচত্তসস পরিঅণে ? চেটী। সন্তপ্পিস সদি । বস কদ! ? চেট। জদ। অজ্জত। গমিস্সদি । বস। তদো মএ পঢ়মং সন্তপ্পিদব্যম্ (* তদনন্তর তিনি আর্য্যা ধৃতার নিকট এই বলিয়া সেই রত্নাবলী পাঠাইয়। দিলেন যে, আমি চারুদত্তের গুণনির্জিত দাসী, আপনারও দাসী, অতএব এই রত্নাবলী যোগ্য কণ্ঠে ন্যস্ত হউক। ধূত। বলিয়া পাঠাইলেন—তাহাও কি হয় ? আৰ্য্যপুত্র প্রসন্ন zo-oo: ،الگحتی یعی
- বস। চারুদত্তের পরিজন কি সন্তপ্ত হইতেছেন ?
চেটী। সন্তপ্ত হইবেন। বস। কখন ? -- --- চেটা। যখন আর্য্য চলিয়.যাইবেন। বস। তবে আমাকেই প্রথম সন্তপ্ত হইতে হইবে । মৃচ্ছকটিক । * >意 মনে যাহা আপনাকে দান করিয়াছেন তাহা আমি লইব কেন ? আর্য্যপুত্রই আমার একমাত্র আভরণ। - - এমন সময় রদনিক রোহুসেনকে লইয়া প্রবেশ করিল। রোহসেন মৃৎশকটিকার পরিবর্তে সুবর্ণশকটক লইয়া খেলা করিতে চায়। দাসী তাহাকে বুঝাইতেছে যে, তোমার পিতার আবার ধন হউক, সকলি হইবে । বসন্তসেনা চারুদত্তের পুত্রকে বাহু প্রসারণপূর্বক ক্রোড়ে লইলেন। এবং বালক সুবৰ্ণশকটিকার জন্য র্কাদিতেছে শুনিয়া স্বীয় অলঙ্কারগুলি খুলিয়া দিলেন—ইহার দ্বারা তুমি সুবর্ণশকটক প্রস্তুত করাইয়া লইয়ো । শূদ্রক বসন্তসেনাকে বরাবরই নারীহুদয়ের এই স্বাভাবিক সোঁকুমার্য্যে বিভূষিত করিয়াছেন। এ স্নেহ গণিকাস্থলভ নহে— নারীহদয়ের অতি গভীর তল হইতে ইহা উৎসারিত। রোহসেনকে দেখিয়াই চারুদত্তগত প্রাণার হৃদয়ে মাতৃস্তনে ক্ষীরসঞ্চারের স্তায় এই অনিৰ্ব্বচনীয় বাৎসল্য সঞ্চারিত হইয়াছে। প্রিয়জনের পরিজন বর্গকে ও প্রেম এমনি আপনার করিয়া তোলে । কিন্তু শকট তুসজ্জিত । আর বিলম্ব করা চলে না । বৰ্দ্ধমানক চেটীকে দিয়। সংবাদ পঠাইল যে, বসন্তসেনার জন্য পক্ষবারে কণীরথ অপেক্ষা করিতেছে। বসন্তসেনা আর একটু অপেক্ষা করতে বলিলেন –তখনও তাছার প্রসাধনক্রিয় সম্পন্ন হয় নাই । বদ্ধমানক যানের আচ্ছাদন ফেলিয়া আসিয়াছিল, তাড়াতাড়ি তাই ঠিক করিয়া আনিতে গেল । ইতিমধ্যে বসন্তসেন। আসিয়৷ শকটে উঠিয়া বসিলেন। কিন্তু দৈবক্রমে সে শকট চারুদত্তের নহে, তাহ রাজশ্যালক সংস্থানকের । - চারুদত্তের শকট ও শূন্য গেল না। তাহাতে আর্য্যক নামে । এক রাজবিদ্রোহী গোপপুত্র উঠিয়া বসিয়াছেন । সে সময়ে ।