২২৩ সাধন । পেট্রোল্স্কির মৃতদেহ সমাধিস্থ হইবার পূর্বেই আইভানো ভিচের শরীরেও সেই সংক্রামক জ্বরের লক্ষণ প্রকাশ পাইল । ভাক্তার ওল্গা ও সার্জকে তাহদের পিতার গৃহকক্ষে প্রবেশ করিতে নিষেধ করিলেন, কিন্তু তাহারা সে নিষেধ পালন করিতে সম্মত হইল না। আইভ্যানোভিচ পুত্ৰ কন্যাকে নিকটে ডাকা ইয়। তাহাদের প্রতি কোন গোপনীয় আদেশ প্রদান করিলেন, এবং তাহ প্রতিপালনের জন্য শপথ করিতে বলিলেন । অনন্তর তিনি অধীরভাবে বলিলেন, “আর একটি দিনও নষ্ট করা যাইতে পারে না ; আমি পীড়িত না হইলে এতক্ষণ সেন্টপিটারস্বর্গে যাত্রা করিতাম। সার্জ, তুমি অদূরদর্শী, বালক মাত্র ; কিন্তু আমার উপদেশ প্রতি বর্ণে পালন করিলে তোমার পদে কুশাঙ্কুরও বিদ্ধ হইবে না।” কিন্তু যখন তিনি দেখিলেন তাহাকে অসহায় অবস্থায় এই রোগশয্যায় পরিত্যাগ করিয়া যাইতে শোকতুঃখে তাহার পুত্ৰ কন্যার হৃদয় বিদীর্ণ হইতেছে, যখন তাহার মনে হইল সঞ্জি দায়িক উদেশ্য সাধনপথে এই তাহদের প্রথম পদক্ষেপ, তখন তিনি সার্জকে মধ্যে মধ্যে র্তাহার স্থলাভিষিক্ত করিয়া কেন কাজ শিখান নাই, শিখাইলে সে র্তাহীদের কৰ্ত্তব্য সম্বন্ধে অনেক অভিজ্ঞতা লাভ করিতে পাবিত ভাবিয়। অত্যন্ত অনুতপ্ত হইলেন । যদিও পুত্র কন্যার প্রতি স্নেহে তাহার হৃদয় উদ্বেলিত হইতেছিল, তথাপি তিনি কঠোরস্বরে তাহাদিগকে জিজ্ঞাসা করি “তোমরা ভয় পাইতেছ?” সার্জ মুহূৰ্ত্তের জন্য বিচলিত হইল। সহসা তাহার চক্ষে অগ্নিস্ফলিঙ্গের সঞ্চার হুইল । করিল, “মৃত্যুভয়ে আমি কাতর নহি, কিন্তু পিতঃ, তোমার \ حسم بن حم محمي নিহিলিষ্ট-তত্ত্ব । -રર ‘ી e~ এবং ওল্গার জন্যই আমার এ কাতরতা । হায়, অভাগিনী ওল্গা ! সে কি তোমার নিকট থাকিতে পাইবে না ?” আইভ্যানোভিচ কন্যার দিকে চাহিলেন। গভীর দুঃখে বালিকার মুখ বিবর্ণ হইয়া গিয়াছিল ; কিন্তু শীঘ্রই তাহার সৰ্ব্বশরীরে দৃঢ় তার চিহ্ন ফুটিয়া উঠিল। পিতার তীক্ষ্ণদৃষ্টির সম্মুখে সে কিছুমাত্র বিচলিত হইল না । পিতা বলিলেন, “পরাজয়ের অর্থ অপমান ; তোমাদের কার্য্য সফল করা চাই। সার্জ, ওল্গার উপস্থিত বুদ্ধি তোমার অপেক্ষ অধিক ! তোমার একাগ্রত এবং সাহসে আমার কিছুমাত্র সন্দেহ নাই ; কিন্তু তোমাদের উপর যে কার্য্যভার প্রদত্ত হইতেছে সতর্ক তার অত্যন্ত প্রয়োজন । তোমার প্রকৃতিতে উগ্রত এবং দুঃসাহসের পরিচয় পাওয়া যায়।” - ভিচ ক্ষণ কালের জন্য নীরব হইলেন । তাহার পর্ম ওল্গার স্থকোমল কর আপনার উভয় হস্তের মধ্যে লইয়। বলিলেন, “মা, তুমিও যাও ; যদি তোমরা সতর্ককাব্য শেষ করিতে পার, তিন সপ্তাহের মধ্যে আমার রিয়া আসিতে পারিবে ; আমার পুত্র কন্যা হইতে অ f ड्रे ভ s f (. न i . o 表 ད་གྱྀ་ ক f 韶 米 亲 # উল্লিখিত ঘটনার এক সপ্তাহ পরে সমগ্র যুরোপ স্তম্ভিত হৃদয়ে --് ~ *-- ----
- কারণ, নিহিলিষ্ট সম্প্রদায়ের প্রবল শক্র, রুষ সম্রাটের বিশ্বস্তৰস্থ এবং অল্প রক্ত কৰ্ম্মচারী জেনারাল ব্যালানিকফ সেণ্ট"বর্গের রাজপথে নিহত হইয়াছেন। তিনি যখন রাজদি যাইতেছিলেন সেই সময়ে তাহার ব্রুহাম-স্থিত বাক্সের তব সংগোপনে রক্ষিত ডিনামাইটপূর্ণ একটি ক্ষুদ্র আবরণ
{-, |