২৪৪ সাধন । । বদায়-অভিশাপ। : ২৪৫ সমাপ্ত আমার। আশীৰ্ব্বাদ কর মোরে যে বিদ্যা শিখিন্তু তাহ চিরদিন ধরে অস্তরে জাজ্জল্য থাকে উজ্জল রতন, স্বমেরুশিখরশিরে সুর্য্যের মতন, অক্ষয় কিরণে । দেবযানী । মনোরথ পূরিয়াছে, পেয়েছ তুর্লভ বিদ্যা আচার্য্যের কাছে, সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধন। সিদ্ধ আজি ; আর কিছু নাহি কি কামনা ভেবে দেখ মনে মনে । কচ । । আর কিছু নাহি । দেবযানী । কিছু নাই ? তবু আরবার দেখ চাহি অবগাহি হৃদয়ের সীমান্ত অবধি ক রহ সন্ধান ; অন্তরের প্রান্তে যদি কোন বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুরসম ক্ষুদ্র, দৃষ্টি-অগোচর, তবু তীক্ষ্ণতম ! 历旨 আজি পূর্ণ কৃতাৰ্থ জীবন। কোন ঠাই - মোর মাঝে কোন দৈন্য কোন শূন্য নাই সুলক্ষণে । করিবে তোমার শিরে পুষ্প বরিষণ সদ্যছিন্ন নন্দনের মন্দার-মঞ্জরী । স্বর্গপথে কলকণ্ঠে অপসারী কিল্লরী দৈবে হুলুধবা আহা, বি প্র, বহুক্লেশে । কেটেছে তোমার দিন বিজনে বিদেশে স্থ কঠোর অধ্যয়নে ? নাহি ছিল কেহ স্মরণ করায়ে দিতে স্থখময় গেহ, নিবারিতে প্রবাস-বেদন । অতিথিরে যথাসাধ্য পূজিয়াছি দরিদ্রকুটীরে যাহ ছিল দিয়ে । তাই বলে’ স্বৰ্গসুখ কোথা পাব, কোথা হেথা আনিন্দিত মুখ সুরললনার ! বড় আশা করি মনে আতিথ্যের অপরাধ রবে না স্মরণে ফিরে গিয়ে স্থখলোকে । নি সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজি দিতে হবে দাসে । হা ক नि ? হায় সখা, এ ত স্বৰ্গপুরী নয় ! পুম্পে কীটসম হেথা তৃষ্ণ জেগে রয় - - মৰ্ম্মমাঝে, বাস্থ ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারম্বার ফিরে মুদ্রিত পদ্মের কাছে । হেথা হুখ গেলে’ স্থতি একাকিনী বসি দীর্ঘশ্বাস ফেলে শূন্যগৃহে ; হেথায় স্থলভ নহে হাসি । যাও বন্ধু, কি হইবে মিথ্য। কলি নাশি, উৎকণ্ঠিত দেবগণ – । - 8 - T> t বযানী । , তুমি সুখী ত্রি জগৎ মাঝে ! - যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে উচ্চশিরে গৌরব বহিয়া ! স্বৰ্গপুরে উঠিবে আনন্দধবনি, মনোহর স্বরে বাজিবে মঙ্গল-শঙ্খ, স্থরাঙ্গনীগণ করিবে তোমার শিরে পুষ্প বরিষণ ।
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।