পাতা:সাধনা (দ্বিতীয় বর্ষ).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"$* షొ 4 - সাধনী । এাকারের বিশেষ ੋਂ যায় । লেখক যদি উপ পাত্রগণের স্বখছুঃথ ਾਂ হৃদয়ের লীলা বিস্তারিত কপ্রিয়া ইত্তে বসিতেন তবে ইতিহাসের গতি অচল হইয়া পড়িত। একটি প্রবল স্রোতস্বিনীর মধ্যে ছটি একটি নৌকা ভাসাইয়। নদীর স্রোত এবং নৌকা উভয়কেই এক সঙ্গে দেখাইতে স্থাছেন। এই জন্ত চিত্রে নৌকার আয়তন অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাছে, তাহার প্রত্যেক হুঙ্কামুহুল্প অংশ দৃষ্টিগোচর হইত্তে ছ চিত্রকর যদি নৌকার ভিতরের যাপারটাই বেশি করিয়া দেখা চাহিতেন তবে নদীর অধিকাংশই তাহার চিত্ৰপট হইতে পড়িত। হইতে পারে কোন কোন অতি কৌতুহলী পাঠ্য নৌকার অভ্যস্কর ভাগ দেখিবার জন্য অতিমাত্র ব্যগ্র, এবং . জন্ত মনক্ষোতে লেখককে তাহারা নিন্দ করিবেন। কিন্তু সে বুগী চপলতা পরিহার করিয়া দেথা কর্তব্য লেখক গ্রন্থনিশেষে করিতে চাহিয়াছেন এবং তাঁহাতে কতদূর কৃতকার্য হইয়াছে পুৰ্ব্ব হইতে একটা অমূলক প্রত্যাশা ফাদিয়া বসিয়া তাহ পু * হইল না বলিয়া লেখকের প্রতি দোষারোপ করা বিবেচনাসঙ্গত নছে। গ্রন্থ পাঠারস্তে আমি নিজে এই অপরাধ করিবার উপক্রম করিয়াছিলাম বলিয়াই এ কথাটা বলিতে হইল । - রাজসিংহ উপন্যাসখানি সম্বন্ধে মোট কথাটা আমার যাহা মনে উদয় হইয়াছে আমি তাঁহাই এই প্রবন্ধে ব্যক্ত করিলাম। হয় ত - | - খণ্ড খণ্ড বিশ্লেষণ করিয়া ইহার সমস্ত দোষগুণ পুঙ্খানুপুঙ্খরুপে _ি সমালোচনা করা যাইতে পারিত। কিন্তু সে ভাবে লেখা আরম্ভ । করি নাই এবং সে নৈপুণ্যও আমার নাই, অতএব এইধানেই বিরক্ত হুইলাম । -