এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শেষ অভিসার বসন্তের প্রথম দুতিক, এনেছিলে আষাঢ়ের প্রথম যুথিকা অনির্বচনীয় তুমি । মর্মতলে উঠিলে কুসুমি অসীমবিস্ময়-মাঝে, নাহি জানি এলে কোথা হতে অদৃশ্য আলোক হতে দৃষ্টির আলোতে । তেমনি রহস্যপথে, হে অভিসারিকা, আজ আসিয়াছ তুমি ; ক্ষণদীপ্ত বিদ্যুতের শিখা কী ইঙ্গিত মেলিতেছে মুখে তব— কী তাহার ভাষা অভিনব । আসিছ যে পথ বেয়ে সেদিনের চেনা পথ এ কি । এ যে দেখি কোথাও বা ক্ষীণ তার রেখা, কোথাও চিহ্নের সূত্র লেশমাত্র নাহি যায় দেখা । ডালিতে এনেছ ফুল স্মৃত বিস্মৃত, কিছু বা অপরিচিত। হে দূতী, এনেছ আজ গন্ধে তব যে ঋতুর বাণী নাম তার নাহি জানি । মৃত্যু-অন্ধকার-ময় পরিব্যাপ্ত হয়ে আছে আসন্ন তাহার পরিচয় । তারি-বরমাল্যখানি পরাইয়া দাও মোর গলে স্তিমিতনক্ষত্র এই নীরবের সভাঙ্গনতলে— SS