পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সানাই

যাহা গেছে সরে কোনো রূপ ধ’রে
রয়েছে বাকি,
এই সংবাদ বুঝি মনে মনে
জানিতে পেরেছে পাখি।

প্রভাতবেলার যে ঐশ্বর্য
রাখে নি কণা,
এসেছিল সে যে হারায় না কভু
সে সান্ত্বনা।
সত্য যা পাই ক্ষণেকের তরে
ক্ষণিক নহে—
সকালের পাখি বিকালের গানে
এ আনন্দই বহে।

১৯৪০
১০৮