এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অসম্ভব ছবি আতপ্ত হতেছে দিন, শিশির শুকায়ে গেছে ঘাসে । অজানা ফুলের গুচ্ছ উচ্চ শাখে তুলিছে বাতাসে । ঢালুতটে তরুচ্ছায়াতলে -» ঝিলিমিলি শিহরন ঝরনার জলে । চূর্ণ কেশে নিত্য চঞ্চলত, তুর্বাধ্য পড়িছে চোখে, অধ্যয়নরতা সরায়ে দিতেছে বারংবার বাহুক্ষেপে । ধৈর্য মোর রহিল না আর ; চকিতে সম্মুখে আসি শুধালাম, “তুমি কি শোন নি মোর নাম।” মুখে তার সে কি অসন্তোষ । সে কি লজ্জা, সে কি রোষ, সে কি সমুদ্ধত অহংকার ! উত্তর শোনার অপেক্ষা না করি আমি দ্রুত গেহ্ব চলি । ঘুঘুর কাকলি ঘন পল্লবের মাঝে আশ্বিনের রৌদ্র ও ছায়ারে ব্যথিত করিছে চির নিরুত্তর ব্যর্থতার ভারে । মিথ্যা, মিথ্যা এ স্বপন ! ঘরে ফিরে বসিয়া নির্জনে শৈল-অরণ্যের সেই ছবিখানি আনি মনে-মনে, অসম্ভব রচনায় পূরণ করি তারে ঘটে নি যা সেই কল্পনায় > X 6.