বিমুখত প্রবাসী ১৩৪৭ ভাদ্র মানসী ছিন্নমৃতি’ : পরিচয় ১৩৪৬ শ্রাবণ মানসী প্রবাসী ১৩৪৭ শ্রাবণ মায়া প্রবাসী ১৩৪৫ শ্রাবণ মুক্তপথে কবিতা ১৩৪৩ পোষ যক্ষ প্রবাসী ১৩৪৫ শ্রাবণ রূপকথায় ‘গান’ : বঙ্গলক্ষ্মী ১৩৪৬ পৌষ শেষ অভিসার সমসাময়িক ১৩৪৭ আষাঢ় শেষ কথা পরিচয় ১৩৪৬ বৈশাখ সম্পূর্ণ পরিচয় ১৩৪৫ চৈত্র সার্থকতা প্রবাসী ১৩৪৭ জ্যৈষ্ঠ সানাই প্রবাসী ১৩৪৬ ফাল্গুন স্মৃতির ভূমিকা প্রবাসী ১৩৪৬ ভাদ্র হঠাৎ মিলন বিচিত্র ১৩৪৫ শ্রাবণ পূর্ববর্তী তালিকার কোনো কোনো কবিতা সাময়িকে নামান্তরে প্রকাশ পাইয়াছিল, তালিকায় তাহাও উল্লেখ করা হইল । ‘সানাই’ গ্রন্থের অনেকগুলি ছোটো ছোটো কবিতার স্বতন্ত্র সংগীতরূপ প্রচলিত আছে। কোথাও-বা গান পূর্বে রচিত হইয়াছে, কোথাও-বা কবিতা । তুলনামূলক পাঠের উদেশে কবিতাগুলির প্রচলিত, গীতবিতানগ্রন্থে মুদ্রিত, সংগীতরূপ যথাক্রমে নির্দেশ করা হইল— কবিতা গীতি-রূপাস্তরের প্রথম ছত্র অধরা অধরা ময় :ছন্দোবন্ধনে অনাবৃষ্টি মম দুঃখের সাধন যবে করিম নিবেদন আধোজাগা স্বপ্নে আমার মনে হল - আত্মছলন। দোষী করিব না, করিব না তোমারে ১২৬
পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।