পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিপ্লব

রক্তরেখা এঁকে গায়ে
রক্তস্রোতে মধুগন্ধ দিয়েছে মিশায়ে।
আজ তব নিঃশব্দ নীরস হাস্যবাণ
আমার ব্যথার কেন্দ্র করিছে সন্ধান।
সেই লক্ষ্য তব
কিছুতেই মেনে নাহি লব,
বক্ষ মোর এড়ায়ে সে যাবে শূন্যতলে,
যেখানে উল্কার আলো জ্বলে
ক্ষণিক বর্ষণে
অশুভ দর্শনে

বেজে ওঠে ডঙ্কা, শঙ্কা শিহরায় নিশীথগগনে-
হে নির্দয়া, কী সংকেত বিচ্ছুরিল স্খলিত কঙ্কণে!

[শান্তিনিকেতন]

২১ জানুয়ারি ১৯৪০

১৯