পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মায়া

যদি জীবনের বর্তমানের তীরে
আস কভু তুমি ফিরে
স্পষ্ট আলোয়, তবে
জানি না তোমার মায়ার সঙ্গে
কায়ার কি মিল হবে।
বিরহস্বর্গলোকে
সে জাগরণের রূঢ় আলোয়
চিনিব কি চোখে-চোখে!
সন্ধ্যাবেলায় যে দ্বারে দিয়েছ
বিরহকরুণ নাড়া,
মিলনের ঘায়ে সে দ্বার খুলিলে
কাহারো কি পাবে সাড়া!

 কালিম্পঙ ২২ জুন ১৯৩৮

৪৭