পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অদেয়

জানিয়ে কেন দাও নি আমায় প্রবল তোমার দাবি।
ভেঙে যদি ফেলতে ঘরের চাবি—
ধুলার ’পরে মাথা আমার দিতেম লুটায়ে,
গর্ব আমার অর্ঘ্য হ’ত পায়ে।
দুঃখের সংঘাতে আজি সুধার পাত্র উঠেছে এই ভ’রে,
তোমার পানে উদ্দেশেতে ঊর্ধ্বে আছি ধ’রে
চরম আত্মদান
তোমার অভিমান
আঁধার ক’রে আছে আমার সমস্ত জগৎ,
পাই নে খুঁজে সার্থকতার পথ।

কালিম্পঙ

১৮ জুন ১৯৩৮

৪৯