এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নারী স্বাতন্ত্র্যস্পর্ধায় মত্ত পুরুষেরে করিবারে বশ যে আনন্দরস রূপ ধরেছিল রমণীতে, ধরণীর ধমনীতে তুলেছিল চাঞ্চল্যের দোল রক্তিম হিল্লোল, সেই আদি ধ্যানমূর্তিটিরে সন্ধান করিছে ফিরে ফিরে রূপকার মনে-মনে বিধাতার তপস্যার সংগোপনে । পলাতকা লাবণ্য তাহার বাধিবারে চেয়েছে সে আপন স্মৃষ্টিতে প্রত্যক্ষ দৃষ্টিতে । তুর্বাধ্য প্রস্তরপিণ্ডে দুঃসাধ্য সাধনা সিংহাসন করেছে রচনা অধরাকে করিতে আপন চিরন্তন । ংসারের ব্যবহারে যত লজ্জা ভয় ংকোচ সংশয়, শাস্ত্রবচনের ঘের, ব্যবধান বিধিবিধানের সকলই ফেলিয়া দূরে ፃ(..