এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সম্পূর্ণ প্রথম তোমাকে দেখেছি তোমার বোনের বিয়ের বাসরে নিমন্ত্রণের আসরে । । সেদিন তখনো দেখেও তোমাকে দেখি নি, তুমি যেন ছিলে সূক্ষ্মরেখিণী ছবির মতো— পেন্সিলে-তাকা ঝাপসা ধোয়াটে লাইনে চেহারার ঠিক ভিতর দিকের সন্ধানটুকু পাই নে । নিজের মনের রঙ মেলাবার বাটিতে চাপালি খড়ির মাটিতে গোলাপি খড়ির রঙ হয় নি যে গোলা, সোনালি রঙের মোড়ক হয় নি খোলা । দিনে দিনে শেষে সময় এসেছে আগিয়ে, তোমার ছবিতে আমারি মনের রঙ যে দিয়েছি লাগিয়ে । বিধাতা তোমাকে স্মৃষ্টি করতে এসে আনমনা হয়ে শেষে কেবল তোমার ছায়া র'চে দিয়ে, ভুলে ফেলে গিয়েছেন— শুরু করেন নি কায়া । যদি শেষ ক’রে দিতেন হয়তো Գ:Ջ