পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সানাই সে হাসির অতিভাষা মোর বাক্যে ধরা দেবে নাই সে প্রত্যাশা ৷ অলংকার যত পায় বাক্যগুলো তত হার মানে, তাই তার অস্থিরতা বাড়াবাড়ি ঠেকে তব কানে । কিন্তু, ওই আশমানি শাড়িখানি ও কি নহে অত্যুক্তির বাণী । তোমার দেহের সঙ্গে নীল গগনের ব্যঞ্জনা মিলায়ে দেয়, সে যে কোন অসীম মনের আপন ইঙ্গিত— সে যে অঙ্গের সংগীত । আমি তারে মনে জানি সত্যেরও অধিক । সোহাগবাণীরে মোর হেসে কেন বলো কাল্পনিক । পুরী

  • CaI めおッs

Ꮏ8