পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সানাই এ গলিতে বাস মোর, তবু আমি জন্ম-রোমাটিক— আমি সেই পথের পথিক যে পথ দেখায়ে চলে দক্ষিনে বাতাসে, পাখির ইশারা যায় যে পথের অলক্ষ্য আকাশে । মৌমাছি যে পথ জানে মাধবীর অদৃশ্য আহবানে । এটা সত্য কিংবা সত্য ওটা মোর কাছে মিথ্যা সে তর্কট । আকাশকুসুমকুঞ্জবনে দিগঙ্গনে 峰 ভিত্তিহীন যে বাসা আমার সেখানেই পলাতক আসা-যাওয়া করে বার-বার । আজি এই চৈত্রের খেয়ালে মনেরে জড়ালো ইন্দ্রজালে । দেশকাল ভুলে গেল তার বাধা তাল। নায়িকা আসিল নেমে আকাশপ্রদীপে আলো পেয়ে । সেই মেয়ে নহে বিংশ-শতকিয়া ছন্দোহার কবিদের ব্যঙ্গহাসি-বিহসিত প্রিয়া । সে নয় ইকনমিকসৃ-পরীক্ষা-বাহিনী আতপ্ত বসন্তে আজি নিশ্বসিত যাহার কাহিনী । ○8