এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অনস্বয়া অনসূয়া নাম তার, প্রাকৃতভাষায় কারে সে বিস্মৃত যুগে কাদায় হাসায়, অশ্রুত হাসির ধবনি মিলায় সে কলকোলাহলে শিপ্রাতটতলে । পিনদ্ধ বন্ধলবন্ধে যৌবনের বন্দী দূত দোহে জাগে অঙ্গে উদ্ধত বিদ্রোহে । অযতনে এলায়িত রুক্ষ কেশপাশ বনপথে মেলে চলে মৃত্যুমন্দ গন্ধের আভাস । প্রিয়কে সে বলে ‘পিয়’, বাণী লোভনীয়— এনে দেয় রোমাঞ্চহরষ কোমল সে ধ্বনির পরশ । সোহাগের নাম দেয় মাধবীরে আলিঙ্গনে ঘিরে, এ মাধুরী যে দেখে গোপনে ঈর্ষার বেদনা পায় মনে । যখন নৃপতি ছিল উচ্ছঙ্খল উন্মত্তের মতো দয়াহীন ছলনায় রত আমি কবি অনাবিল সরল মাধুরী করিতেছিলাম চুরি এলাবনচ্ছায়ে এক কোণে, মধুকর যেমন গোপনে SE