সারধৰ্ম্ম । "e ও সংশয়বাদীরাধে ধর্মের প্রতি এই মিথ্যা কলঙ্ক আরোপ করিতে সক্ষম হয়েন, তাহার কারণ এই যে, লোকে মতামত লইক্ষা ব্যস্ত—প্রকৃত ধৰ্ম্মের প্রতি তত মনোযোগ প্রদান করে না। কয়টি লোক আমাদিগের দলে পাইলাম, এইটি গণনা না করিয়া, কার্ট লোককে আমি ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি-সম্পন্নfকরিতে পারিলাম, পাপ হইতে বিরত করিত্যুে পরিলাম এবং পরোপকারে রত করিতে পারিলান, এইরূপ দেখা. কর্তব্য। আমরা ধৰ্ম্মের খোসা লইয়া ব্যস্ত, শাসের প্রতি তত" মনোযোগী . नहि ? - আমি মনে মনে একটি আদর্শ প্রচারক কল্পনা করিয়াছি। তিনি যেখানে যাইবেন,বিবাদের কথা আর্দেষ্টুৰ উথাপন করিবেনু না। তিনি কেবল লোকের নিকট ঈশ্বরের প্রতি প্রীতি ও র্তাহর সুিয়কাৰ্য্য সাধনের কথা ক্রমাগত বলিবেন । বিবাদের কথা উপস্থিত হইলে নীরব হইয়৷ থাকিবেন যাহাতে লোকেইজনে ঈশ্বর-প্রেমাগ্নি ও মনুষ্য-প্রেমাগ্নি প্রজ্জ্বলিত হস্তকেবল এন্ড উপাসনু ও গান করিবেন। এমন । সকল কথাবলিবেন,যাহা কি পৌত্তলিক হিন্দু,কি ব্রাহ্ম,কি মুসল. মান, কুি খ্ৰীষ্টীয়ান সকলেই শ্রদ্ধা পূৰ্ব্বক শ্রবণ করিতে পারেন। পটুকু অব জিজ্ঞাসা করিতে পারেন যে, এরূপ করিলে সত্য কিরূপে-প্রচার হইৰে ? এই প্রণালুই ধৰ্ম্মবিষয়ক সত্য প্রচার করিষার প্রকৃষ্ট উপায়ু চর্যর সর্ক ব্যাপী,পৌত্তলিক ও ব্রাহ্ম উভয়েই বিশ্বাস কলে। যে ੀਂ
পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।