•s তৃতীয় প্রস্তাব । ব্রাহ্মদের কেবল শুদ্ধ অন্য ধৰ্ম্ম আক্রমণ না করিলেই হইল, এমন নহে। র্তাহাদিগের কর্তব্য যে, কথোপকথনে, বক্তৃতায় ও লেখায় অন্য ধৰ্ম্মের গুণ পদে পদে স্বীকার করেন । ব্রাহ্মধৰ্ম্ম প্রবর্তক মহাত্মা রাজা রামমোহন" রায় কথোপকথনে ও লেখার অন্য ধষ্ট্রের গুণ এরূপ স্বীকার করিতেন ও তাহার সহিত এরূপ সহানুভূতি প্রকাশ করিতেন যে, লোকে তাহাকে সেই ধৰ্ম্মাবলম্বী মনে করিত। .হিন্দুর তাহাকে হিন্দু মনে করিত, মুসলমানের তাহাকে মুসলমান মনে করিত, খ্ৰীষ্টীয়ানুের র্তাহাকে খ্ৰীষ্টীয়ান মনে করিত ; কিন্তু বস্তুতঃ তিনি এই কয়েকটা ধৰ্ম্মের মধ্যে কোন ধৰ্ম্মাবলম্বীই ছিলেন না । তিনি এই বিষয়ে কিছু অধিক দুর যাইতেন ; কিন্তু তথাপি তাহাকে এ বিষয়ে আমাদের ਾਂ করা কর্তব্য। ইংলণ্ডের ডীনষ্ট্যানলীর(Dean Štanley's) মৃত্যুর পর ইংলণ্ডের সকল সম্প্রদায়ের লোক তাহার ভবনে গৈয় তাহার জন্য শোক প্রকাশ কুরিয়াছিল। এইসহায়ভূতির প্রধান কারণ কি ? তিনি কথোপকথনে, বক্তৃতায় এবং তাহার পুস্তকে প্রত্যক ধৰ্ম্ম সম্বন্ধে তাহাঁর বিশেষ গুণ স্বেীকার করিতেন এবং তাহার সহিত সহানুভূতি প্রকাশ করিতেন। তিনি সহানুভূমি প্রকাশ করিতেন, কিন্তু,কে না জানিত যে তিনি চর্চ অব ইংলণ্ডের ( Church of Eng land) সূতাবলম্বী ? চর্ক অব ইংলুণ্ডের মতে যে তাহার সম্পূর্ণ ੋਂ ককত্বই সন্দেহ করিত না । ধৰ্ম্ম বিষয়ে এইরূপ ঔদার্য্য অবলম্বন করাই কৰ্ত্তব্য। ব্রাহ্মদিগের কেবল যে অন্য ধৰ্ম্মের গুণ স্বীকার করা
পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।