ভূমিকা
এই পুস্তিকার ইংরেজী, প্রবন্ধটা অনেক দিন হইল “আদি ব্রাহ্মসমাজের” পত্রিকা, “তত্ত্ববোধিনীতে” এবং বাঙ্গলা প্রবন্ধ কয়টী বিগত বৎসর “আলোচনা” নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। প্রবন্ধগুলি আমি পুস্তকাকাবে প্রকাশ করিব বলিয়া অনুরোধ করাতে শ্রদ্ধেয় লেখক মহাশয় উপসংহারটী সম্প্রতি লিখিয়া দিয়াছেন।
আদি ব্রাহ্মসমাজের সভাপতি ধার্ম্মিক-প্রবর শ্রীযুক্ত বাবু রাজনারায়ণ বসু মহাশয়ের ধর্ম্মজীবনের অভিজ্ঞতা ও ধর্ম্মমত এই কয়েকটী প্রবন্ধে অতি সংক্ষেপে ব্যক্ত হইয়াছে। যখন “আলোচনাতে” তাঁহার লিখিত “সারধর্ম্ম” বিষয়ক প্রবন্ধগুলি প্রকাশিত হইতেছিল, তখন তাহার অনেক গ্রাহক এবং লেখক ইহাদের বহু প্রশংসা করিয়াছিলেন; এমন কি ব্রাহ্মসমাজের ও খৃষ্টসমাজের কোন কোন ইংরেজী পত্রিকায় কোন কোন অংশ অনুবাদিত হইয়াছিল। আমি নিজে তাঁহার এই ইংরেজী এবং বাঙ্গলা প্রবন্ধ কয়টি পাঠ করিয়া অত্যন্ত মোহিত ও অনেক উপকৃত হইয়ছি; তাই এই মাঘোৎসব উপলক্ষে তাহা সংগ্রহ করিয়া পুস্তকাকারে প্রকাশ করিলাম। আশা করি,—হিন্দু, মুসলমান, ব্রাহ্ম, খৃষ্টান প্রভৃতি সকল ধর্ম্মাবলম্বী, লোকেই তাঁহার উদার ধর্ম্মমত পাঠ করিয়, মোহিত এবং ধর্ম্মজীবনের অভিজ্ঞতা দ্বারা উপকৃত হইবেন।
ভক্তিভাজন লেখক মহাশয় আমাকে তাঁহার বৃদ্ধ বয়সের