পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め、と ন। কিন্তু এদের নিয়ে সামরিক শৃঙ্খলা রক্ষণ করা কঠিন । এদের নিয়ে রীতিমত সেনাদল গঠন কর। ভারী শক্ত । কিন্তু সে শিক্ষা যদি দেওয়া যায়, বিনিময়ে কি পাওয়া যাবে ? সামরিক অভিজ্ঞতা এদের নেই বলুলেই চলে ।” লর্ড মেনটিথ, তাকার অমুচরগণের এক জনের দিকে ফিরিয়া বললেন, “এণ্ডারসন, একে বুঝিয়ে দেও যে, অভিজ্ঞ সামরিক কৰ্ম্মচারী পাবার সুযোগ আমাদের আছে । উনি যতটা মনে করছেন, ততট অভাব নেই।" এণ্ডারসন সসম্মানে টুপী তুলিয়া ধরিয়া বলিল, “হুজুরের অমুমোদনকালে যখন আমরা আইরিসপদাতিক সেনাদলের সাহায্য পাব—তার। শীঘ্রই এখানে এসে পড়বে—তখন তাদের ভাল ক'রে শেখাবার লোকের প্রয়োজন হবে i* ডেলগেটি বলিল, “আমি এ রকম কাজ খুব পছন্দ করি। আইরিশরা বেশ লোক । এর যুদ্ধক্ষেত্রে খুব কাজের । একবার আইরিশ-সেনাদিগের সাহায্যে যুদ্ধ জয় করেছিলাম । ভারী তলোয়ার ও বঙ্গমের সাহায্যে সুইডিশ সেনাদলকে পরাস্ত করেছিল । আমি আইরিশ-সেনাদলকে খুব পছনা করি " লর্ড বলিলেন, “আপনি যদি রাজার পক্ষ অবলম্বন করেন, আমি আপনাকে আইরিশ-সেনাদলের সেনাপতিপদে বরণ করব, প্রতিশ্রুতি দিচ্ছি ।" কাপ্টেন ডেলগেটি বলিল, “আমার দ্বিতীয় প্রস্তাব, যেটা সব চেয়ে দরকারী, সেটার ব্যবস্ত করা দরকার । খালি পেটে ত সুদ্ধ করা চলে না । আমি জানতে চাই, আমার বেতন কি হবে, থাকবার জায়গা, অteার এ সবের বন্দোবস্ত হোক । আর বেতনটা কোন তইবিল থেকে মিলুবে, তাণ্ড জানতে চাই । হুজুর, আমি বা দেখছি গুম্‌ছি, তাতে বুঝেছি, কনভেনসনূই সিন্দুক আগলৈ ব'সে আছে । হাইল্যাণ্ডরর গরু-ভেড় চুরি করে পুণী থাকৃতে পারে, আইরিশদের ও আপনারা ইম্ব ত সুবিধামত মাইলে দেবেন ব'লে সঙ্গষ্ট রাখতে পারেন, কিন্তু আমার মত সামরিক ব্যবসায়ীর ত তাতে সুবিধা হবে না। আমার ঘোড়া আছে, চাকর আছে, অস্ত্রশস্ত্র আছে, লোক-লস্কর আছে, এ সব খরচ যোগাবার মত ব্যবস্থা করা চাই ।” এণ্ডারসন-তাছার প্রভুর দিকে চাহিয়া বলিল, “হুজুরের যদি অনুমতি হয়, তা হ’লে ক্যাপ্টেন ডেলগেটির দ্বিতীয় প্রস্তাবের সম্বন্ধে তার সন্দেহ সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী দূর করে দিতে পারি । তিনি প্রশ্ন করেছেন, আমাদের বেতন সরবরাহ হবে কোথা থেকে ? আমার মনে হয়, কভেনান্টর যে উপায়ে টাকা সংগ্ৰহ করেন, আমাদের পক্ষে অর্থসংগ্রহের উপায়ুও তেমনি সহজ । তারা দেশের উপর কর ধার্য করে-—যে রকম খুসী, সেই রকম ভাবে কর ধার্য করে । আমরা একবার নিম্নভূমিতে আমাদের eাইল্যাণ্ড ও আইরিশ-সেনাদল নিয়ে যেতে পারলে, অনেক ধনী দেশদ্রোহীর স্বন্ধে ভর করতে পারব ; ভাদের অবৈধ উপায়ে আজ্জিত ধনভাণ্ডার আমাদের হাতে আসবে । সুতরাং আমাদের সেনাদলকে সহজেই আমর; তুষ্ট করতে পারব । তা ছাড়া মোটা মোটা সম্পত্ত্বি ও অর্থভাণ্ডার বাজেয়াপ্ত করা চলবে । সেই সব জমিজমা রাজার পক্ষের সবাইকে দেওয়! চলবে । রাজাও বন্ধুদের তুষ্ট্র করব1র জন্য সে অধিকার দেবেন । তাতে র্তার শত্রুরা ও উপযুক্ত দণ্ড পাৰে । সংক্ষেপে এই বলা যায়, যার রাউণ্ডহেড কুকুরদের দলে ভিড়বে, তারা যৎসামান্যহ পাবে—আর যায় আমাদের পতাকাতলে সমবেত হবে, তার কেউ নাইট, কেউ আরল, কেউ লর্ড উপাধি পাবে " ক্যাপ্টেন বলিল, “বন্ধু, তুমি কি কখনো যুদ্ধে যোগ দিয়ে কাজ করেছ ?” সলজড়ভাবে সে বলিল, “সামান্স—ঘরোয় বিবাদে সামান্ত সামান্স যোগ দিয়েছি ।" লর্ডমেনটিথকে সম্বোধন করিয়। ক্যাপ্টেন ডেলগেটি খলিল, “আমি স্বীকার করছি, আপনার এই অমুচর সামরিক ব্যাপারে স্বাভাবিক ও সঙ্গত জ্ঞানের পরিচয় দিয়াছে । তবে ভাতে এইটুকু বোঝায় যে, ভালুক-শিকারের আগেই ভালুকের চামড়া বিক্রয় করবার ভাবটাই বেশী ! যাক, আমি কথাটা ভেবে দেখব ।” লর্ড বলিলেন, “তাই করুন। আজ রাতটা ভাববার সময় পাবেন । আমাদের আজ যেখানে থাকবার কথা, সেখানে এসে পড়েছি।” ক্যাপ্টেন বলিল, “আমিও এখন আস্তান পেলেই পুসা হব । সারাদিন কিছু পেটে পড়েনি। ওটা ন। হ'লে আর কিছু এখন ভাল লাগবে না।"