পাতা:সাহানামা.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা , ৮৮ ৷ আমাকে দিলে এবিপদ হইতে মুক্ত হও তবে এইক্ষণে জামা কে পাঠাইয়া দেও, ছুদাবার এই বাক্য শুনিয়া কাউছসাহকে কহিয়া পাঠাইলুেন যে আমার ছুদাবী কন্যাকে অতি ত্বরায় আপনার নিকটে পাঠাইতেঁছি।” কাউছ শুনিয়া অতি তুষ্ট হইল, পরদিন ছামঞ্জরানদেশের বাদসাই অনেক রত্নালঙ্কার বস্ত্র ও দাস দাসী এবং আপন মন্ত্রিগনকে সঙ্গেদিয়া ছদাবা কে কাউছসাহর নিকটে পাঠাইলেন । কাউছ ছদাবাকে পা: ইয়া নিয়ম পূৰ্ব্বক বিবাহ করিয়া ঐবাদসাহর পুতিভূষ্ট হইয়। তাহার দেশ ছাডিয়া দিলেন এবং অনেক পুরস্কার করলেন, তাহার পর ঐ বাদসহি কাউছসাহঁকে অপেনবাটিতে ভোজলার্থে নিমন্ত্ৰন করিল, হুদাৰ শুনিয়া ধছিল আমার পিতা অনেক ছলনাদি করিতে জানে ভূমিসেস্থানে গমন করিলে কোনছল ক্ৰমে তোমাকে বদ্ধ করিবে, অতএব তোমার জাও য়া উচিতনহে, কাউছতাহ নাশুনিয়া কয়েকজন প্রধান সেন। পতিদিগকে সঙ্গে লইয়। ঐ বাদসাহর দুর্গমধ্যে গেলেন, সে সম্বাদ পাইয়া অগে আসিয় আপন বাটির মধ্যে লইয়। অপনৰ্তক্তে বসাইয়া দাসেরন্যায় সেবা করিয়৷ কাউছকে বসি ভূত করিয়া কয়েদকরিস, এবং গোদরজ গেও ও তুছ প্রভৃতি কেও স্থানান্তরে ধৃতকরিয়া রাখিল আর২লোক ইহীশু নয়। সেনাসহিত তথা হইতে ইরামেগেল । আর্য রাছিয়াব কাউছ বাদসাহর হামাগুরান দেশে বন্ধন হইয়াছে ইহা শুনিয়া আপন সৈন্য সামন্ত লইয়া আসিয়া ইরান দেশ গ্ৰহণ করিল সকলে ভৗন্ত হইয়া তাহার অনুগত হইল যাহার কাউন্থের অতি বাধ্য ছিল তাহারা পলাইয়া জাৰলন্তানে রোস্তুমের নিকট গিয়া কাউছসাহর হামাগুরান দেশে ধন্ত শুইবায়ু