পাতা:সাহানামা.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম త&& লইয়া গেলে হোম দারাবের আকার প্রকার ও রিভ চরিত্র ৪ লক্ষণাদি দশন করিয়া মনে মধ্যে বিবেচনা করিল যে এ ব্যাক্তি সামান্য মনুস্য নহে বোধ হয় কয় বংশীয় অথবা কোন বাদসাহর সন্তান হইবেক তাহর প্রতি হৌমার কিছু স্নেহ জম্মিল, রসনওয়াদকে কহিলেন ইহার বেতন অন্য অপক্ষ অধিকদিবা পরে রসনওয়াদ সেন লইয়া যাত্র করিল কয়েক দিন পরে এক দিবস একমাঠে অতিসয় বড বৃষ্টি আরম্ভ হইলে প্রধানেরা শিবির মধ্যে রছিলেন আর ২ সেন। স্থানেই রহিল। দারাব সেই মাটে এক পূরাতন অতি জিন্তু গৃহছিল সেই গৃহ মধ্যে প্রবেশ করিয়া সয়ন করিয়ানিদ্র গত হইলে শুন্য হইতে এই সব্দ হইল হে জিষ্ঠ গৃহঃ ভূমি এখন পতন হও না ইরানের ভাবি বাদসাহ তোমার মধ্যে নিদ্বিত আছে গুমি সাবধান থাকিব। এই সন্ধ সমস্ত সৈন্য শুনিল রসনওয়াদ কোন ব্যক্তিকে কহিল এসব্দ কে করিল তাহার তথ্য জানিয়া আইস ? অনেকে সন্ধান করিতে গেল পুনরায় এই সন্ধ হইলে বহমনের পূণ্ড তোমার মধ্যে নিদিতআছে এখন পতিত হইবান সাবধান থাকিবা; ইহ শুনির রসনওয়াদ সন্ধান করিতে পুনৰ্ব্বার লোক পাঠ ফুল-প্রথমে যাহারা সন্ধানাথে গিয়াছিল তাহারা আসিয়া কহিল আমরা অনেক অনুসন্ধান করিলাম কোনস্থানে মনুষ্য দেখিতে পাইলাম না; আর পৃথিবী হইতে এশব্দ হয় নাই আকাশ হইতে এশব্দ হইতেছে আমার দিগের বোধ হইল । অংক্ষণাৎ পূনৰ্ব্বার পূর্বমত শব্দ হইলে রসনওয়াদ বিস্ময়৷ পন্ন হইয়া চারিদিক নিরক্ষণ করিতেই অতিদুরে মাঠেরমধ্যে