পাতা:সাহানামা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చి:U शtश्ञाभti। কয়িয়া দিয়াছি তাহারদিগের পক্ষে মন্দ করি নাই আমি বৃদ্ধ হইয়াছি এবং রাজ্য বাঞ্ছাও ত্যাগ করিয়াছি তোমার দিগের হিতোপদেশ কহিতেছি যে আপন২ কৃতাংশে সম্মত হইয়া তিন সহোদরে হৃদ্যতা করছি। দূত ইহা শুনিয়া বিদায় হইয়া গেল, করেদ এরচকে ডাকাইয়। কছিলেন তোমার জ্যেষ্ঠ দুই ভাই ঐক্য হইয় সৈন্য লইয়। তোমার সহিত যুদ্ধ করত তোমাকে নষ্ট করিয়া তোমার অংশ লইবেন দূতের কথায় বোন্ধ হইল, তোমার পরিবর্তে যদি আমি গমন করি তবে আমার সঙ্গেই যুদ্ধ করবেন, স্তমি কি বিবেচনা কর? এরচ কহিল বাদসহি ষে মত আজ্ঞা করিবেন তাহাতে আমি স্বীকৃত আছি, ফরেদু কহিল তাহার এক জনার সঙ্গে স্তুমি যুদ্ধ করিতে পার না এখন দুই জন একত্র হইয়াছে আর আমিও বৃদ্ধ হই য়াছি কেবল ভজনা করিতে পারি। সৎ পরামর্শ তাহার দিগের সহিত তোমার সন্ধি করা উচিত, অথবা আপন ংশ তাহাদিগকে সমপণ করহ । এরচ তাহতে সম্মত হইয়া কছিল আমি তাহারদিগের নিকটে গিয়া রাজ্য ও তক্ত উপঢৌকন প্রদান পূৰ্ব্বক তাহারদিগের অজ্ঞাবহ হইয়া থাকিব । ফরেষ্টু ইহা শুনিয় কহিল তবে আমি পত্র লিখি তৎ পত্রের বিবরণ এই যে তোমার দিগের কনিষ্ঠ ভ্রাত তোমার দিগের নিকটে যাইতেছে ইহার মানস আপনার অংশ তোমারদিগের সমপণ করিয়া তোমারদিগের আণ্ডাবৰ্ত্তি । থাকে, তোমরা জ্যেষ্ঠ তোমারদিগের উচিত যে মনে হইতে শক্ৰতা দূর করিয়া আপন কনিষ্ঠ ভ্রাতাকে অনুগ্রহ ও স্নেহ করিব,পরে শিরোনাম। লিখিয় আপন নামের চিহ্ন তাহাতে দিয়া এরচকে বিদায় করিলেন, এরচ কতিপয় মনুষ্যকে সঙ্কে করিয়া গমন করিলেন ।