পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

18 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১• । বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এভদ্বিষয়ক প্রস্তাব । জাগুয়ারি ১৮৫৫ ৷ ১১। বর্ণপরিচয়, ১ম ভাগ। এপ্রিল ১৮৫৫ ৷ ২য় ভাগ। জুন ১৮৫৫ ৷ ১২। বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক প্রস্তাব। দ্বিতীয় পুস্তক ৯ অক্টোবর ১৮৫৫ । ১৩ । কথামাল। ফেব্রুয়ারি ১৮৫৬ ৷ ১৪। চরিতাবলী। জুলাই ১৮৫৬ | ১৫ । মহাভারপ্ত (উপক্ৰমণিকাভাগ )। জানুয়ারি ১৮৬০ ৷ ১৬ সীতার বনবাস। এপ্রিল ১৮৬০ + ১৭। আখ্যানমঞ্জরী। নবেম্বর ১৮৬৩। • ১৮৪৬ খ্ৰীষ্টাব্দে বিদ্যাসাগর তাহার ‘বিধবাবিবাহ পুস্তক দুইখানির ইংরেজী অনুবাদ warringe of Hindu Widotus নামে প্রকাশ করেন। ১৮৬৫ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি মাসে ইহা বিষ্ণু পরশুরাম শাস্ত্রী কর্তৃক মরাঠাতেও অনুদিত হয়। । ২য়-৪র্থ সংস্করণের পুস্তকে "প্রথম বারের বিজ্ঞাপন”-এর শেষে সংবৎ ১ বৈশাখ -এই তারিখ আছে, কিন্তু শেষের কতকগুলি সংস্করণে "১৯১৮ সংবৎ, ১ বৈশাখ” মুদ্রিত হইয়াছে। প্রথম তারিখটিই ঠিক। ২১ মে ১৮৬ তারিখে সোমপ্রকাশ লেখেন – "যুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার বনবাস নামে একখানি নুতন গ্রন্থ সঙ্কলন করিয়া মুঞ্জিত ও প্রচারিত করিয়াছেন। আমরা উহার একখণ্ড প্রাপ্ত হইয়াছি।..."