পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপঞ্জী t ইহার মাত্র ছয়টি আখ্যান লইয়া এবং কতকগুলি নূতন আখ্যান দিয়া আখ্যানমঞ্জরী, প্রথম ভাগ, এবং প্রথম বারের বাকী আখ্যানগুলির সহিত সাতটি নূতন আখ্যান যোগ করিয়া আখ্যানমন্ত্রী, দ্বিতীয় ভাগ’ ১৮৬৮ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রচারিত হয়। ১৮৮৮ খ্ৰীষ্টাব্যের জুন মাসে আখ্যানমঞ্জরী ২য় ভাগ’ নামে যে পুস্তক প্রকাশিত হয়, তাহার “বিজ্ঞাপনে” প্রকাশ, “এই পুস্তকের যে ভাগ, ইতঃপূৰ্ব্বে দ্বিতীয় ভাগ বলিয়া প্রচলিত ছিল, তাহ অতঃপর তৃতীয় ভাগ বলিয়া পরিগণিত হইবেক ।” ১৮। শব্দমঞ্জরী ( বাঙ্গল অভিধান )। ইং ১৮৬৪ * ১৯। ভ্রান্তিবিলাস। ( ১৬ ডিসেম্বর ১৮৬৯ )। Certiā Commedy of Errors <<iiaT I ২০ । বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার। ( ১০ আগস্ট ১৮৭১ ) । ২১। বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার। দ্বিতীয় পুস্তক। (১ এপ্রিল ১৮৭৩)। ২২। নিষ কৃতিলাভপ্রয়াস। এপ্রিল ১৮৮৮ ৷ ২৩। পদ্যসংগ্রহ। প্রথম ভাগ। ইং ১৮৮৮ (২ জুলাই )। দ্বিতীয় ভাগ। ইং ১৮৯০ | ২৪ সংস্কৃত রচন।। নবেম্বর ১৮৮৯।

  • Cat, of Bengali Books used in the Schools or found in the Libraries of Vernacular Institutions in Bengal. Compiled by the School Book Committee (1875), p. 32.