পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

st७७, मादश्द्र Xbr&8 ৪ জুলাই .. ১৮৬৬, ১ ফেব্রুয়ারি ১৮৭০, ১ জানুয়ারি-- ১১ আগষ্ট ১৮৭১, ১২ এপ্রিল ১৮৭২, ১৫ জুন ১৮৭৩, জাতুয়ারি ংক্ষিপ্ত ঘটনাপঞ্জী כיסול .ওয়ার্ডস্ ইনষ্টিটিউশনের পরিদর্শক। ..'কলিকাতা ট্রেনিং স্কুল' নামের পরিবর্তে মেট্রোপলিটান ইনষ্টিটিউশন নামকরণ। বিলাতের রয়াল এশিয়াটিক সোসাইটির অনরারি মেম্বর নির্বাচিত। বহুবিবাহ রহিত করণের জন্য দ্বিতীয় বার ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় আবেদনপত্র। ডাঃ মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞান-সভায় সহস্র মুদ্রা দান। .২২ বৎসর বয়স্ক পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহিত থানাকুল কৃষ্ণনগর-নিবাসী শম্ভুচন্দ্র বন্যাপাধ্যায়ের ১৪ বৎসর বয়স্কা বিধবা-কন্যা ভবম্বন্দরীর বিবাহ দান। •••কাশীতে মাতার মৃত্যু। ...হিন্দু ফ্যামিলি অ্যালুমিটি ফণ্ডের ট্রট। মেট্রোপলিটান কলেঞ্জ । নবেম্বর (?)"মেট্রোপলিটান বিদ্যালয়ের খামপুকুর শাখা। ১৮৭৫, ৩১ মে ১৮৭৬, ২১ ফেব্রুয়ারি. ১২ এপ্রিল ...সম্পত্তির উইলকরণ। হিন্দু ফ্যামিলি অ্যালুয়িটি ফণ্ডের ট্রষ্টি-পদ ত্যাগ। ...পিতা ঠাকুরদাসের কাশীলভ। ...কলিকাতা বাদুড়বাগানের বাট নির্মাণ। ১-২ আগষ্ট ...চকদীঘির জমিদার সারদাপ্রসাদ রায়ের উইলের মামলায়, উইল প্রকৃত নয় বলিয়া জমিদারপত্নী রাজেশ্বরী দেবীর সপক্ষে বৰ্দ্ধমানে এজাহার দান।