পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাগ্মিতা }ళ్విడి কোন মন্দির প্রতিষ্ঠিত হউক বা না হউক, তিনি আমাদের হৃদয়-মন্দিরের আরাধ্য দেবত হইয়া আছেন, হরিশ বাবুর প্রতিমূৰ্ত্তি কোন রাজপথে স্থাপিত হউক বা মা হউক, তিনি আমাদের স্মরণপথে দেদীপ্যমান দণ্ডায়মান আছেন। কিন্তু ভাবি কালে তাহার নাম বিলুপ্ত না হয় এবং সকল দেশেই এরূপ সং প্রথা আছে যে, দেশের হিতকারী অসাধারণ গুণসম্পন্ন মহোদয়ের পরলোক হইলে তাহার স্মরণার্থ তাহার দেশস্থ লোকে কোন চিহ্ন স্থাপন করিয়া রাখে, এই জন্য হরিশ্চন্দ্র সমাজ' নামক অট্টালিকার অনুষ্ঠান হইয়াছে। হরিশ্চন্দ্র শিশুকালে উপায়হীন ছিলেন। তাহার পিতা মাতার তাদৃশ সম্পত্তি ছিল না যে তাহাকে স্বচারুরূপে শিক্ষা দেন, কিন্তু তাহার অসাধারণ বুদ্ধি ছিল, তিনি প্রথমতঃ ইউনিয়ান স্কুলে বিদ্যাভ্যাস করিয়াছিলেন। তার পরে আপনি আপনার শিক্ষক হইয়াছিলেন, আপনি আপনার উপদেষ্ট হইয়াছিলেন, তিনি প্রত্যহ কলিকাতার পবলিক লাইব্রেরিতে গিয়া সকল সংবাদপত্র এবং নানাবিধ পুস্তক পাঠ করিয়া আসিতেন এবং তাহাতেই যে ভুবনবিখ্যাত বিদ্যা উপার্জন করিয়াছিলেন তাহা তাহার ভুবনবিখ্যাত 'হিন্দু পেটুরিয়াট সংবাদপত্রেই প্রকাশ আছে। পিতা মাত পরিজন প্রতিপালনের ভার তাহার কোমল স্কন্ধে পতিত হওয়ায় তিনি আত অল্প বয়সে টালার নিলামে এক ক্ষুদ্র কেরাণির কৰ্ম্ম গ্রহণ করেন। কিন্তু সেখানে তাহার অধিক দিন থাকিতে হয় নাই। মিলিটারি অডিটার জেনারেল আপশে ২৫ টাক বেতনের এক কৰ্ম্ম খালি হইলে তিনি পরীক্ষা দিয়া ঐ কৰ্ম্ম প্রাপ্ত হন । হরিশ্চন্দ্র শুভক্ষণে মিলিটারি আডিটার জেনারেলের আপীশে প্রবেশ করিয়াছিলেন। ঐখান হইতেই তাহার উন্নতির সোপান হইল। তাহার কৰ্ম্মদক্ষতা দেখিয়া তাহার মনিব সাহেবের অতিশয় সন্তুষ্ট