পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

劉 リ রাধাকাঙ্ক দেব মহারাজা নবকৃষ্ণ দেবের পোদ্যপূজ রাজা গোপীমোহন দেবের পুত্র। তিনি ১৭৮৪ খ্ৰীষ্টাম্বের ১০ই মার্চ কলিকাতায় জন্মগ্রহণ করেন। ইংরেজ-চরিজের একটি দিক্ পিতা-পুত্র উভয়ের নিকটই স্পষ্ট প্রতিভাত হয়, তাহ হইল—ইংরেজের স্বদেশ ও স্বজনঐতি। দেশবাসী মাত্রেই যে পরমাষ্ট্ৰীয় এবং তাছাদের সর্ববিধ কল্যাণসাধন যে মহত্তম কাৰ্য্য, এই বোধ রাজা গোপীমোহনের ভিতর প্রথম উক্তি ও পুত্র রাধাকান্তের মধ্যে পূর্ণ বিকশিত হয়। এ-কারণ ধনীর জুলাল হইয়াও রাধাকান্ত যৌবনের উন্মেষেই জনসেবায় রত হইয়াছিলেন। পলাশীর যুদ্ধের পর পঞ্চাশ বৎসরের মধ্যেই, কলিকাতা প্রাচ্যে সংস্কৃতির একটি বিশেষ কেশ্রে পরিণত ছয় । ইংরেজ তখনও ভারতবর্ষে স্বপ্রতিষ্ঠিত হয় নাই। পূৰ্ব্ব-প্রচলিত আর্বী, ফার্সী ও সংস্কৃত বিদ্যা শিক্ষায় তাহারা উৎসাহ প্রদান করিত। কলিকাতা মাত্রাসায় ও ফোর্ট উইলিয়ম কলেজে এই সব ভাষার চর্চা হইতে থাকে। ফোর্ট উইলিয়ম কলেজে সরকারী সিবিলিয়াগণ এই ভাষান্ত্রয় বিশেষ ভাবে ' অধ্যয়ন করিত। দেশীয় ভাষাসমূহও তাছাদের শিখিতে হইত। সম্পন্ন * গৃহস্থরা ও উচ্চাভিলাষী ভারতীয়েরা এই প্রাচীন ধারা অম্বুসরণ করিয়া শৈশব হইতেই দেশীয় ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে উক্ত ভাষাগুলি অধ্যয়নে ব্যাপৃত হইতেন। রাধাকান্ত দেবেও ইহার ব্যতিক্রম ক্ষেঙ্গি না। অল্প বয়সেই তিনি আবী, ফাসী ও সংস্কৃত শিক্ষা করেন। এই সময় ইংরেজী ভাষা শিক্ষার প্রয়োজন বিশেষভাবে অম্বভূত হইতে লাগিল। ইংরেজ-শাসক, ইংরেজ—বণিক্‌ ; কাজেই শাসনব্যাপারে ও ব্যবসা-বাণিজ্যে ইংরেজের সঙ্গে বাঙালীর অহরহ মিশিতে হইত। শীঘ্রই কলিকাতায় ইংরেজীর প্রথম পাঠ শিক্ষা দানের জগু