পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ-জীবন ጔሢ গঙ্গাতীরবর্তী উত্তরপাড়া-লাইব্রেরি-ভবনের দ্বিতলে বাস করিয়াছিলেন ; এবারও তিনি জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের সাদর আহ্বানে তথাক্ষ সপরিবারে গিয়া উঠিলেন (এপ্রিল ১৮৭৩)। মধুসূদনের এই পীড়িতাবস্থায় জয়কৃষ্ণের পৌত্র রাসবিহারী মুখোপাধ্যায় তাহার তত্ত্বাবধান করিতেন ; বন্ধুরাও মাঝে মাঝে দেখিতে আসিতেন। डिनि क्वश्रे উখানশক্তিরহিত হইয়া পড়িলেন। তাহার পত্নী হেনৰিএটাও ৰিক্স জরে শয্যাশায়িনী হইলেন। এই সময়ের এক দিনের ঘটনা গৌরাঙ্গ বলাক তাহার স্মৃতিকথায় বলিয়াছেন, নিম্নে উদ্ধৃত হইল - I shall never forget the heart-randing sight I witnessed on the last occasion on which I visited Modhu in the rooms of the Uttarparah Public Library, where he was staying for a change, He was in bed, gasping under the excruciating effects of his disease, blood oozing from his mouth, his wife lying in high saver on the floor. Seeing me enter the room, Modhu sat up a little and burst into tears. The pitiable condition of his wife had unmanned him, he heeded not his own pangs and snfering; “affliction in battalions” were the words he nttered. I knelt down to feel her pulse and temple; she pointed with her finger towards her husband, heaved a deep sigh and sobbed out in a low voice. “Look to him, tend him, leave me alone. I care not to die f" রোগের প্রশমন হইল না দেখিয়া মধুসূদন ও তাহার পত্নী পীড়িতাবস্থায় ইটালি বেনিয়াপুকুর রোডের বাটতে ফিরিয়া আসিলেন। এখানে তাহারা দুই তিন সপ্তাহ কাটাইয়াছিলেন মাত্র। অতঃপর মধুত্বদনের শেষ কয়টি দিনের করুণ কাহিনী আমরা মধুপতি-প্রণেতা নগেন্দ্রনাথ সোমের ভাষায় বর্ণনা করিব। “হেনরিয়েটা যদি স্বস্থ থাকিতেন, তাহা হইলে মধুস্থান পত্নীর সেবাশুশ্ৰুষা লাভ করিয়া, ইটলীর বাটতেই তন্ত্রত্যাগ করিতে পারিতেন।