পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার কৰ্ম্মক্ষেত্রে ৯৭ चदशविण कद्वि८षम में !--'cशाभ*कां*, ९० चांत्रांझ s९४१ (s জুলাই *to } ! : ‘ঢাকাপ্রকাশ : ঢাকাবাসীরা অনেক দিন হইতে স্থানীয় একখানি বাংলা সংবাদপত্রের অভাব অনুভব করিতেছিলেন। চাকা বাঙ্গলা যন্ত্রের পৃষ্ঠপোষক, ও পরিচালকবর্গের দ্বারা সে অতাব পুর্ণ হয়। তাহারা ১৮৬১, ৭ই মার্চ হইতে কলিকাতা হইতে প্রকাশিত, স্বারকানাথ বিদ্যাভূষণ-সম্পাদিত ‘সোমপ্রকাশ’ পত্রের আদর্শে “ঢাকাগ্রকাশ’ নামে একখানি সাপ্তাহিক সংবাদপত্র প্রচার করেন। কৃষ্ণচন্দ্র মজুমদারই সম্পাদকের গৌরবময় আসন অলঙ্কৃত করেন। স্থতখন তাহার বয়স ২৬ বৎসর। তিনি স্মৃতিকথায় বলিয়াছেন : ঢাকা হুইতে "ঢাকা প্রকাশ’ মামক যে পঞ্জিকাখামি বাছির হুইয়া থাকে, এই সময়ই সেই পত্ৰখানির প্রথম প্রকাশ আরম্ভ হয় । খঙ্গে সঙ্গে আমিই তাছার সম্পাদক নিযুক্ত হই-প্রথম ঢাকা প্রকাশ’ আমার হাত হইতে বাহির হইতে থাকে । ‘ঢাকৃ} প্রকাশের সম্পাদন-কালে প্রথম বেতন ২৫ টাকা পাইতাম , কিন্তু, যশোহর দর্শাল স্কুলের নিয়োগপত্রে ৩০ টাকা বেতম নির্দিষ্ট হওয়ায়, উক্ত পঞ্জের অধিকারীগণ এই সময় আমার ৩৫ টাকা বেতন ধাৰ্য্য করিয়া দেম। কাজেই আমি আর মৰ্ম্মাল-স্কুলের কার্ধ্য গ্ৰহণ না করিয়া, ঐ ‘ঢাকা প্রকাশে’র সম্পাদন-কার্য্যেই ব্রতী থাকি । তখনকার চাক প্রকাশের পরিচালকগণের মধ্যে ব্রজসুন্দর মিত্র, দ্বীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বস্তু, এবং চক্ৰকান্ত বন্ধ গ্রন্থতিই প্রবাম ছিলেন। তাহারা সকলেই আমাকে আন্তরিক শ্রদ্ধা করিতেন। কাজেই, ' গভর্ণমেন্টের কার্ষ্য ত্যাগ করিয়াও আমি তখন ঐ কর্শেই নিযুক্ত " ধাকি। বিশেষ আমি যেন ভালও বাদিতাম—ঐ কাজ । (‘জঙ্গুসন্ধাম, ৬০ ক্ষাভন ১২৯৮, পৃ.৬৬০) * , , ॐ