পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(সনহাটতে (লষ-জীবন কৰ্ম্মজীবন হইতে অবসর গ্রহণ করিয়া কৃষ্ণচন্ত্র জন্মপী সেনহাটতে ফিরিয়া আসিলেন। এখানে নানা বিপর্যায়ের ভিতর দিয়া তাহার দিনঃ কাটিতে লাগিল। ধীরে ধীরে জর ব্যাধি আসিয়া দীর্ঘ জীবনসংগ্রামে । শ্ৰান্তক্লান্ত তাহার দেহে প্রভাব বিস্তার করিতে লাগিল, সকল জালা যন্ত্রণার অবসান কবে হইবে এই সাধক-কবি তাছারই প্রতীক্ষা করিতে লাগিলেন । ক্রমে বিশ্বাসী ও সাধক কৃষ্ণচন্ত্রের মর্জ্যলীলা শেষ ইয়৷ জাসিল । লোকচক্ষুর অগোচরে প্রফুর্টত বনকুসুমের মত সমগ্ৰ দেশকে অজ্ঞাতসারে পৌরভে আমোদিত করিয়া তাহার জীবন-পুপ বরিয়া পড়িবার দিন আসিল । কিছু দিন হইতে তিমি রোগে অল্পাধিক ক্লেশ পাইতেছিলেন । এইরূপে ১৩১৩ বঙ্গাক্সের ২১শে পৌষ [ ১৩ জানুয়ারি ১৯০৭ ] প্রত্যুষে জন্মভূমি সেনহাৰ্টীয় জোড়ে তিনি সজ্ঞানে দেহ ত্যাগ করিলেন । ("জীবনচরিত, পৃ. ১১৭ ) গ্রন্থাবলী বাংলা-সাহিত্যে কৃষ্ণচন্ত্রের দানের পরিমাণ বিপুল নহে। তিনি জীবদ্দশায় চারিখানি মাত্র পুস্তক প্রকাশ করিয়াছিলেন ; এগুলির কালামুক্রমিক তালিকা দিতেছি। বন্ধনী-মধ্যে প্রদত্ত ইংরেজী প্রকাশকাল ৰেল লাইব্রেরিসম্বলিত মুতি-পুস্তকারি তালিকা হইতে श्रृंशैछ। -