পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন কি و هوجسسدy Goاج

* थई भडाशैश् ऐईकान श्रेण डिनि भद्रागारुणश्न रुशिरश्न। उशन मारिष्ठा-रुचं शशिनं का श्रेणष भेगकनैश मर। क्रि. দুঃখের বিষয়, বাংলা-সাহিত্যে বলয়েবের দানের কথা দেশবাসী ইহায়ই মধ্যে ভুলিতে বসিয়াছে।

বলদেব পালিত শুধু যে কৰি শক্তির অধিকারী ছিলেন তাহা মছে, তিনি ছিলেন সংস্কৃত কাব্য সাহিত্য দর্শন নাটকাদির একজন অক্লাস্তু भार्टक। टैशंद्र ऋषा यठिडा ७दर भाषिrठाद्र इउि नाभिक्षण হইয়াছিল। বাংলা কবিতায় বিবিধ সংস্কৃত ছন্দের প্রবর্তন সাহিত্যক্ষেত্রে তাহার সর্বপ্রধান কৃতিত্ব। মালিনী, উপজাতি, বসন্ততিলক প্রভৃতি স্বরূহ সংস্কৃত ছলে বাংলা কবিতা রচনা করিয়া তিনি বাংলা-কাব্যের রূপের বহুধা বিচিত্র বিকাশের পথ সুগম করিয়া দেন। তাহার পূৰ্ব্বে আর কোনও বাঙালী কবি, এমন কি ভারতচজ পৰ্য্যৰ এত বিভিন্ন এবং বিচিত্র ছনে কবিতা রচনা করেন নাই। কাজেই এ ক্ষেত্রে তাহাকে অগ্রণী বলিলে অতিশয়োক্তি হইবার সম্ভাবনা নাই। " সংস্কৃত ছন্দকে বাংলা কবিতায় স্বচ্ছন্নভাবে ব্যবহার করিয়া বলদেব যে, শক্তির পরিচয় প্রদান করেন তাহাতে স্বয়ং বঙ্কিমচন্ত্ৰ পৰ্য্যন্ত মুগ্ধ হইয়৷ তাহার উচ্ছ্বসিত প্রশংসা না করিয়া থাকিতে পারেন নাই। "