পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>钞 হামাচরণ শৰ্ম্ম সরকার ভারত-সভা’র সভাপতি সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়, আনন্দমোহন বস্তু, শিবনাথ শাস্ত্রী প্রমুখ দেশপ্রাণ ব্যক্তিগণের উদ্যোগে ১৮৭৬ খ্ৰীষ্টাব্বের ২৬এ জুলাই কলিকাতায় ভারত-সভা (ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠিত হয়। শুামাচরণ এই রাজনৈতিক সমাজের প্রথম সভাপতি ছিলেন। বিদ্যাভূষণ উপাধিলাভ “স্বামাচরণবাবু-ধৰ্ম্ম-শাস্ত্র চর্চা দ্বারা কাল-সহকারে একজন অসাধারণ ধৰ্ম্মশাস্ত্রবিশারদ মহামান্ত পণ্ডিত-অগ্রগণ্য হইয়া উঠিয়াছিলেন। ‘সনাতন-ধৰ্ম্ম-রক্ষিণী সভা’র কলিকাতার ও নবদ্বীপ প্রভৃড়ির সৰিয়াশালী স্ববিখ্যাত স্থপণ্ডিত সভা-মহোদয়গণ তাহার প্রকৃত গুণগ্রাহী হইয়া, তাছাকে যে বিদ্যাভূষণ উপাধি প্রদান করেন, তাহ যথার্থই তাহার গুণানুরূপ হইয়াছিল।”e জনহিতকর অনুষ্ঠান শ্যামাচরণ বহু জনহিতকর কাৰ্য্যে অর্থব্যয় করিয়া গিয়াছেন। এখানে একটির কথা বিশেষভাবে উল্লেখ করিব । ১৮৫৮ খ্ৰীষ্টাদে খামাচরণ স্বগ্রাম--মামজোয়ানিতে একটি ইংরেজী-বাংলা বিদ্যালয় প্রতি করেন। ১৮৬০ খ্ৰীষ্টাক পৰ্য্যন্ত তিনি একাই স্কুলের ব্যয়ভার বহন করিয়াছিলেন। শিক্ষ-বিষয়ক সরঞ্জার রিপোর্ট এই স্কুলটির যে বর্ণনা পাওয়া যায়, নিয়ে তাহা উদ্ধৃত করিতেছি –

  • বেচারাম চট্টোপাধ্যায় : 'মহাত্মা শ্যামাচরণ সরকারের জীবন-চরিত, পৃ. ৩৪ ৷