পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w নীলমণি বসাৰ द्वल्लनांदली নীলমণি বসাক যে-সকল গ্রন্থ রচনা ও প্রকাশ করিয়াছিলেন, প্রকাশকাল ও সংক্ষিপ্ত পরিচয় সহ তাহদের একটি তালিকা দিলাম — • । श्रीब्रश हैकिशग। (*श्र) हे९ »v७8 । এই গ্রন্থ ১৮৩৪ খ্ৰীষ্টাম্বে প্রকাশিত হয়। ৯ আগস্ট ১৮৩৪ তারিখের ‘সমাচার দর্পণ পত্রে প্রকাশ :– ' “পারস্ত ইতিহাস —শ্ৰীযুত গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত নীলমণি বসাককর্তৃক পারস্তু ইতিহাস গ্রন্থ ইঙ্গরেজী হইতে বঙ্গ ভাষায় পদ্যছন্দে ভাষান্তরিত জানান্বেষণ যন্ত্রে মুদ্রাঙ্কিত হইয়া এই সপ্তাহে আমারদিগকে প্রদত্ত হইয়াছে।” ১৮৪৮ খ্ৰীষ্টাব্দে এই গ্রন্থ পুনমূত্রিত হয়। ইহার “ভূমিকা" হইতে নিম্নাংশ উদ্ধৃত হইল : “মকৃলিস নামক পারস দেশীয় একজন অতিমান্ত জানি ফকীর স্বারা এই গ্রন্থ রচিত হয় তিনি প্রথমতঃ সংস্কৃত বা হিন্দীভাষায় রচিত কতিপয় বৃহস্ত কবিতার পারস্য ভাষায় অতুবাদ করিয়া এক • পুস্তক করেন, পরে ঐ পুস্তক স্বকৃত জানাইবার নিমিত্ত হাজার এক রোজ” নাম দিয়া উক্ত অমুবাদের রূপান্তর করত ইতিহাসের ন্যায় করিয়া লিখিলেন সে ইতিহাসের তাৎপৰ্য্য এই, ম্বে এক রাজকন্যা পুরুষমাত্রকে বিশ্বাসঘাতক বোধে হেয়ঞ্জান করিয়া আপন উদ্ধাহে নিতান্ত অসম্মত হইয়াছিলেন, এ কারণ র্তাহার ঐ কুমতির উপশম হইয়া যাহাতে পুরুষের প্রতি বিশ্বাস জন্মে এতদৰ্থে প্রত্যেক প্রস্তাবে বিশ্বস্ত ও স্বশীল পুরুষের স্বশীলতা ও স্বজনতার উত্তম উপমা প্রদর্শিত হইয়াছে যদিও তাবত,ইতিহাসের অভিপ্রায়ই এই,