পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৭৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থাবলী } ‘ভারতীর পৃষ্ঠার স্বর্ণকুমারীর বন্ধ রচনা—প্রবন্ধ, গল্প-উপন্যাস, নাটক-নাটক, কবিতা-গান মুদ্রিত হইয়াছিল। এই সকল রচনার অধিকাংশই পুস্তকাকারে প্রকাশিত হইয়াছে। বঙ্গমহিলাগণের মধ্যে তিনিই বোধ হয় সৰ্ব্বপ্রথম উপন্যাস, গাথা ও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করেন । গ্রন্থাবলী : স্বর্ণকুমারী দেবী মুদীর্ঘ কাল মাতৃভাষার সেবা করিয়া গিয়াছেন। তাহার রচিত গ্রন্থের সংখ্যাও বড় অল্প নহে। এগুলির একটি কালামুক্রমিক তালিকা দিতেছি । বন্ধনী-মধ্যে প্রদত্ত ইংরেজী প্রকাশকাল বেঙ্গল লাইব্রেরি-সঙ্কলিত মুদ্রিত-পুস্তকাদির তালিকা হইতে श्रृंहौउ : ১। দীপ-নিৰ্ব্বাণ (উপন্যাস)। ১২৮৩ সাল (১৫ ডিসেম্বর ১৮৭৬)। शृ. ७२० ।। ২ । বসন্তু উৎসৰ (গীতিনাট্য )। ১৮০১ শক ( $ নবেম্বর ১৮৭৯ )। 'i. 8. ৩। ছিন্নমুকুল (উপন্যাস । ( ৪ নবেম্বর ১৮৭৯)। পৃ. ২৩৮। তৃতীয় সংস্করণের পুস্তকে (ইং ১৯••, পৌত্র ) "ইহার কোন কোন পরিচ্ছেদ একবারে নূতন রূপ ধারণ করিয়াছে।" ৪ । মালতী (উপন্যাস ) । ১২৮৬ সাল ( ২৫ মার্চ ১৮৮৭ )। . 88 || ইহা ১৯১০ খ্ৰীষ্টাধের ফেব্রুয়ারি মাস মালতী ও গল্পগুচ্ছ' নামে পুনঃ প্রকাশিত হয় ; ইহান্তে "মালতী” ছাড়া জীবন অভিনয়, পেনে ঐঠি, মিউটিনি ও অম্বরগুচ্ছ—এই গল্পগুলিও স্থান পাইয়াছে।