পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকারী কৰ্ম্ম হইতে অবসরগ্রহণ *盤 যে-মুহূৰ্বে স্বাস্থ্য পুনরায় ফিরিয়া পাইব, আমার ইচ্ছ, তন্মুহূৰ্ত্ত হইতে আমার সময় এবং চেষ্টা প্রয়োজনীয় বাংলা পুস্তক প্রণয়নে এবং সঙ্কলনে নিয়োগ করিব। স্বদেশবাসীর শিক্ষা ও জ্ঞানবিস্তার সম্পর্কে সরকারী কৰ্ম্মের সহিত আমার সাক্ষাৎ যোগ ছিন্ন হইয়া যাইতেছে সত্য, তবুও আমার অবশিষ্ট জীবন এই মহং এবং পবিত্র কৰ্ম্মের অনুষ্ঠানেই ব্যয়িত হইবে। এ বিষয়ে আমার গভীর ও আন্তরিক অনুরাগ কেবল আমার জীবনের সহিত অবসান লাভ করিতে পারে। এরূপ গুরুতর পন্থ অবলম্বন করিবার গৌণ হেতুগুলির মধ্যে দুইটি এই,–ভবিষ্যৎ উন্নতির আর কোন আশা নাই ; এবং কৰ্ত্তব্যপরায়ণ বিভাগীয় কৰ্ম্মচারিগণের পক্ষে যে-সহানুভূতি বাঞ্ছনীয়, বর্তমান শিক্ষা-ব্যবস্থার সহিত আমার সেই ব্যক্তিগত সহানুভূতির অভাব। প্রথম কারণটির সম্পর্কে কথা এই—বৰ্ত্তমান পদের তুলনায় ষথেষ্ট পরিমাণ অল্প শারীপি * ৪ মানসিক পরিশ্রমে সময়ের সদ্ব্যবহার করিতে পারিব। অস্বীকার করিতে পারি না, যে-ব্যক্তি এত দিন পর্যাস্ত আপন পরিবারবর্গের ভবিষ্যং গ্রাসাচ্ছাদনের কোন স্থায়ী ব্যবস্থাই করিয়া উঠিতে পারে নাই, তাহার পক্ষে এরূপ ভাবা অন্যায় নহে। এই পরিশ্রমসাধ্য গুরু কর্তব্যের সংস্রব বিচ্ছিন্ন করিতে বিলম্ব করিলে ভগ্নস্বাস্থ্যবশে সেরূপ সংস্থান করাও আর চলিবে না। দ্বিতীয় কারণ সম্বন্ধে আমার বক্তব্য,—আমি মনে করি, সরকারের স্বন্ধে আমার মতামত চাপাইবার অধিকার নাই। তবুও, কৰ্ম্মের সহিত আমার হৃদয়ের যোগ মাই—যাহাদের চাকুরি করি, তাহাদের নিকট হইতে এ মৃত্য গোপন করিতে চাই না । এ কারণে আমার কৰ্ম্মকুশলতার অব হানি হইবে। বিবেকবুদ্ধিপরায়ণ