পাতা:সাহিত্য সার .djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ë- সাহিত্যসার । সোই মধুর বোল শ্রবণহি শুনলু শ্রতিপথে পরশ না গেল ॥ কত মধু ঘামিনী রভসে গোয়ায়স্থ না বুঝিম্ কৈছন কেল । লাখ লাখ যুগ ছিয়ে হিয়ে রাখিচু ভবু হিয়া জুড়ন না গেল ॥ যত ষত রসিক জন রসে অনুগমন অনুভব কাহুনা পেখ । দ্বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক ৷” মধ্যকাল । চৈতন্যদেবের জন্ম হইতে আরম্ভ করিয়া ভারতচন্দ্র রায়ের পূৰ্ব্ব পর্যাপ্ত তাবৎকাল মধ্যকাল বলিয়া পরিগণিত। চৈতন্যদেব ১৪৮৪ খৃঃ অধো প্রাচুভূত হইয়া ১৫৩৩ অৰে লোকান্তর গমন করেন । নবদ্বীপ চৈতন্যদেবেয় জন্মস্থান । চৈতন্যদেব বৈষ্ণবধৰ্ম্মের প্রবর্তয়িতা । ষ্টনি সংসায়বিরাগী হইয়া সন্ন্যাসা, শ্রম গ্রহণপূৰ্ব্বক দেশে দেশে বৈষ্ণবধৰ্ম্মের প্রচার করিয়া জীবন অতিবাহিত করেন। চৈতন্যদেৰ জাতিভেদ স্বীকার করিতেন না । ইহঁার মৃত্যুর পর ইহঁর শিষ্যগণ বৈষ্ণবধৰ্ম্মেয় প্রচার করেন। ইহাৱা চৈতন্য প্রভুর জীবনবৃত্ত অবলম্বনপূৰ্ব্বক বাঙ্গলাভাষায় অনেকালুেক গ্রন্থ প্রণয়ন করেম। ফলতঃ চৈতন্যদেবের শিষ্য ও অসুশিষ্যদিগের নিকট বাক্ষ লাভাষা