>br সাহিত্যসার । বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী । গোত্রের প্রধান পিতা মুথবংশজাত, পরম কুলীন স্বামী বন্দ্যবংশ থাত । পিতামহ দিলে মোরে অন্নপূর্ণ নাম, সকলের পতি তেঁই পতি মোর বাম * "শিবের কপালে রয়ে, প্রভূরে অস্থিতি লয়ে, ন জানি বাড়িল কি বা গুণ । এক্ষের কপালে রহে, আরের কপাল দহে, আগুনের কপালে আগুন । আরে নিদারুণ প্রাণ, কোন পথে পতি যান, আগে যা রে পথ দেখাষ্টয় ! চরণ রাজীবরাজে, মন:শিলা পাছে বাজে, হৃদে ধরি গহরে বহিয়া ।” ইত্যাদি। অন্নদামঙ্গলের অব্যবহিত পরেই উলাগ্রামনিৰাসী হর্গাদাস মুখোপাধ্যায় গঙ্গাভক্তিতরঙ্গিণী নামে একখানি গ্রন্থ রচনা করেন। উছাতে ভগীরথ কর্তৃক গঙ্গার পৃথিবীতে আনয়ন সবিস্তরে বর্ণিত আছে। যদিও গঙ্গভক্তিতরাঙ্গণীগ্রন্থে উৎকৃষ্ট কবিত্বশক্তির কিছুমাত্র পরিচয় নাই, তথাপি উহা মনসার ভাসান প্রভৃতির ন্যায় সাদরে পঠিত ও গীত হইয় থাকে । দুর্গাদাস এখন হইতে থার এক শত বৎসর পূৰ্ব্বে প্রাচুভূত হইরাছিলেন ।
পাতা:সাহিত্য সার .djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।