هله বিশেয রূপে অবগত করাইবার অভিপ্রায়ে ইহার উপক্রমণিকাবিভাগে এই বিষয়ের পুরাবৃত্তঘটিত একটা সংক্ষিপ্ত প্রস্তাব রচনা করিয়া দিয়াছি । এটী পাঠ করিলে সুকুমারমতি বালকবালিকার বাঙ্গালী ভাষার পুরাবৃত্তের বিষয় এক প্রকার অবগত হইতে পরিবে। প্রাচীনতম রচনাগুলি অপেক্ষাকৃত কঠিন, অতএব শিক্ষক মহাশয়ের ইচ্ছা করিলে ঐ গুলি শেষে পড়াইতে পারেন । পরিশেষে, যে সকল মহোদয়দিগের রচনা হইতে আমি উদ্ধৃত করিরছি, তাহাদিগের নিকট আনন্দসহকারে কৃতজ্ঞতাপ্ৰকাশ করিতেছি । তাহাদিগের প্রতি আমার আগণ্য श्न]२1 । छे ऊि ৯ ই জাদুরারি } >Ꮡ-ᏄᏋ দ্বিতীয় বারের বিজ্ঞাপন । সাহিত্যসার দ্বিতীয়বার প্রকাশিত চল । এবারে ইহ। সৰিশেষ যত্ন সহকারে সংশোধন করিয়াছি । দুই একটী বিষয়ু অপেক্ষাকৃত কঠিন ও অনাবশ্যক ৰোধ গুণ্ডয়াতে উচ্যদের পরিবৰ্ত্তে কয়েকট নূতন ও আবশ্যক বিষয় সন্নিবেশিত হইয়াছে। ইতি ১ লা এপ্রেল ১৮৭৭ ঐনুসিংহচন্দ্ৰ শৰ্ম্ম ।
পাতা:সাহিত্য সার .djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।