এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সাহিত্যসার | ৰগিৰক্ষুি" খ্ৰীষ্ট লাটুৱে `ట్టణ్ణి অথবং তারিখ ১বপba৬ | উপক্রমণিকা । বাঙ্গল। ভাষার সংক্ষিপ্ত ইতিহাস । বাঙ্গলাদেশের প্রাকৃতিক সীমাচতুষ্টয়ের অন্তবৰ্ত্তী প্রদেশসকলের অধিবাসীরা যে ভাষায় কথাবার্তা কহিয়া থাকে, তাহা রই নাম বাঙ্গল ভাষা । “ বঙ্গ ” এই সংস্কৃত নামের অপভ্রংশে * বাঙ্গল৷ ” এই শব্দটা নিম্পন্ন হই রাছে । ইহাদ্বারা আপাতত : এরূপ সংস্কার হইতে পারে, যে “ বঙ্গ ” এই দেশবাচক নামটী যতকালের, বঙ্গদেশপ্রচলিত আধুনিক ভাষাও তদ্রুপ প্রাচীন হইবে। কিন্তু এরূপ সংস্কার ভ্রান্তিমূলক। বঙ্গদেশ এই নামটা বহুকাল অবধি বিদ্যমান আছে। প্রায় দুই তিন সহস্ৰ ৰৎসর পূর্কের রচিত গ্রন্থাদিতেও ৰঙ্গদেশের নামোল্লেখ দেখিতে পাওয়া যায়, কিন্তু বাঙ্গলা ভাষা তদপেক্ষ অনেক আধুনিক । কত দিন পূৰ্ব্বে ও কি এন্ধারে এই ভাষার উৎপত্তি হইয়াছে