R সাহিত্যসার । তাহা নির্ণয় করিবার প্রকৃত উপায় কিছুই নাই। তবে এসম্বন্ধে যই কিছু নির্দেশ করা যায়, সমুদয়ই অনুমানমূলক। অনেকে অনুমান করেন, যে বাঙ্গল ভাষা ও বাঙ্গল অক্ষর উভয়ই এক সময়েই উৎপন্ন হইয়া থাকিবে । একথা যুক্তিসঙ্গত বলিয়াই প্রতীতি হয় । আমাদের আনে কানেক তন্ত্রশাস্ত্রে বাঙ্গলা বর্ণমাগার সবিস্তর বর্ণনা আছে। কতকগুলি তন্ত্র নিতান্ত আধু, নিক বটে, কিন্তু আবার কতক গুণ ৭ । ৮ শত বৎসর পূৰ্ব্বের রচিত, এবং ঐ সকল তন্ত্রেও বাঙ্গলা অক্ষরের উল্লেখ আছে। স্ব তরাং ৰাঙ্গল ভাষা যে অস্তুতঃ ৭ । ৮ শত বৎসর পূৰ্ব্বে উৎপন্ন ই ইয়াছে, তাহা এক প্রকার নিব্বি বাদে নিন্দেশ করা যাইতে পারে । লক্ষ্মণসেন ও বল্লালসেন প্রভৃতি গৌড়ীয় রাজার প্রায় সহস্ৰ বৎসর পূৰ্ব্বে প্রাদুর্ভূত হইয়াছিলেন। অদ্যাপি মধ্যে মধ্যে র্ত হাদিগের প্রদত্ত দান ও অনুশাসনপত্র প্রাপ্ত হওয়া ব’য় । তৎসমুদয় দেবনাগর ও বাঙ্গলার মধ্যবৰ্ত্তী এক প্রকার অক্ষরে লিখিত । এতদ্বারা বিলক্ষণ সপ্রমাণ হইতেছে ষে, উহাদের সময়ে অর্থাৎ এখন হটতে প্রায় সহস্ৰ বৎসর পূৰ্ব্বে বাঙ্গলা ভাষা ও অক্ষরের স্বত্রপাত হইয়া থাকিবে । বাঙ্গল একটা স্বতন্ত্র ভাষা, না অন্য কোন ভাষার অপভ্রংশে বাঙ্গলা ভাষার উৎপত্তি হইয়াছে, এ বিষয়ের মীমাংসা সহজেই হইতে পারে । বাঙ্গল একটী স্বতঃসিদ্ধ ভাষা নহে, চ ছ সংস্কৃত ভাষা ইষ্টতেই উৎপন্ন হষ্টয়াছে । ফলতঃ সংস্কৃতষ্ট
পাতা:সাহিত্য সার .djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।