ఏbr সীতারাম দেবীই হউন, আর মানবীই হউন—আপনাকে সকলই আমার দেয়। কি বস্তু কামনা করেন, আজ্ঞা করুন, আমি এখনই আনিয়া উপস্থিত করিতেছি।” জয়ন্তী। মহারাজ ! গঙ্গারামের বধদণ্ডের বিধান হইয়াছে। কিন্তু এখনও সে মরে নাই। আমি তার জীবন ভিক্ষা করিতে আসিয়াছি । রাজা । আপনি ! জয়ন্তী। কেন মহারাজ ? অসম্ভাবনা কি ? রাজা। গঙ্গারাম কীটাণুকীট—আপনার তার প্রতি দয়া কিসে হইল ? জয়ন্তী । আমরা ভিখারী—আমাদের কাছে সবাই সমান । রাজা। কিন্তু আপনিই ত তাহাকে ত্রিশূল বিধিয়া মারিতে চাহিয়াছিলেন—আপন হইতেই দুইবার তাহার অসদভিসন্ধি ধরা পড়িয়াছে। বলিতে কি, আপনি মহারাণীর প্রতি দয়াবতী না হইলে সে সত্য স্বীকার করিত না, তাহার বধদণ্ড হইত না। এখন তাহার অন্যথা করিতে চান কেন ? - জয়ন্তী। মহারাজ ! আমা হইতে ইহা ঘটিয়াছে বলিয়াই তাহার প্রাণভিক্ষা চাহিতেছি। ধৰ্ম্মের উদ্ধার জন্য ত্রিশূলাঘাতে অধৰ্ম্মচারীর প্রাণবিনাশেও দোষ বিবেচনা করি না, কিন্তু ধৰ্ম্মের এখন রক্ষা হইয়াছে, এখন প্রাণিহত্যা-পাপ হইতে উদ্ধার পাইবার জন্য ব্যাকুল হইয়াছি। গঙ্গারামের জীবন আমাকে ভিক্ষা দিন । রাজা । আপনাকে আদেয় কিছুই নাই। আপনি যাহা চাহিলেন, তাহ দিলাম । গঙ্গারাম এখনই মুক্ত হইবে। কিন্তু মা ! তোমাকে ভিক্ষা দিই, আমি তাহার যোগ্য নহি । আমি তোমায় ভিক্ষা দিব না। গঙ্গারামের জীবন তোমাকে বেচিব—মূল্য দিয়া কিনিতে হইবে । জয়ন্তী। ( ঈষৎ হাস্তের সহিত ) কি মূল্য মহারাজ ! রাজভাণ্ডারে এমন কোন ধনের অভাব যে, ভিখারিণী তাহ দিতে পরিবে ? রাজা। রাজভাণ্ডারে নাই—রাজার জীবন। আপনি সেই মধুমতীতীরে ঘাটের উপর কামানের নিকট দাড়াইয়া স্বীকার করিয়াছিলেন যে, আমি যাহা খুজি, তাহ পাইব । সে অমূল্য সামগ্রী আমাকে দিন—সেই মূল্যে আজ গঙ্গারামের জীবন আপনার নিকট বেচিব । g জয়ন্তী। কি সে অমূল্য সামগ্ৰী মহারাজ ! আপনি রাজ্য পাইয়াছেন। রাজা । যাহার জন্ত রাজ্য ত্যাগ করিতে পারি, তাই চাহিতেছি।
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।