তৃতীয় খণ্ড—পঞ্চম পরিচ্ছেদ : , so জয়ন্তী। সে কি মহারাজ ? - রাজা। ঐ নামে আমার প্রথম মহিষী আমার জীবনস্বরূপ । আপনি দেবী, সব দিতে পারেন। আমার জীবন আমায় দিয়া, সেই মূল্যে গঙ্গারামের জীবন কিনিয়া লউন । জয়ন্তী। সে কি মহারাজ ! আপনার স্যায় ধৰ্ম্মাত্মা রাজাধিরাজের জীবনের সঙ্গে সেই নরাধম পাপাত্মার জীবনের কি বিনিময় হয় ? মহারাজ ! কাণ কড়ির বিনিময়ে রত্নাকর ? & 曦· রাজা। মা ! জননী যত দেন, ছেলে কি মাকে কখনও তত দিতে পারে ! জয়ন্তী। মহারাজ ! আপনি আজ অন্তঃপুর দ্বার সকল মুক্ত রাখিবেন ; আর অন্তঃপুরের প্রহরীদিগকে আজ্ঞা দিবেন, ত্রিশূল দেখিলে যেন পথ ছাড়িয়া দেয়। আপনার শয্যাগৃহে আজ রাত্রিতেই মূল্য পৌছিবে। গঙ্গারামের মুক্তির হুকুম হৌক । রাজা হর্ষে অভিভূত হইয়া বলিলেন, “গঙ্গারামের এখনই মুক্তি দিতেছি।” এই বলিয়া অনুচরবর্গকে সেইরূপ আজ্ঞা দিলেন। জয়ন্তী বলিলেন, “আমি এই অনুচরদিগের সঙ্গে গঙ্গারামের কারাগারে যাইতে পারি কি ? & রাজা । আপনি যাহা ইচ্ছা করিতে পারেন, কিছুতেই আপনার নিষেধ নাই। পঞ্চম পরিচ্ছেদ অন্ধকারে কূপের ন্যায় নিম্ন, আর্দ্র, বায়ুশূন্ত কারাগৃহমধ্যে, গঙ্গারাম শৃঙ্খলবদ্ধ হইয়া এক পড়িয়া আছে। সেই নিশীথকালেও তাহার নিদ্রা নাই—যে পৰ্য্যন্ত সে শুনিয়াছে যে, তাহাকে শূলে যাইতে হইবে, সেই পৰ্যন্ত আর সে ঘুমায় নাই—আহার নিদ্রা সকলই বন্ধ। এক দণ্ডে মরা যায়, মৃত্যু তত বড় কঠিন দণ্ড নহে ; কিন্তু কারাগৃহে একাকী পড়িয়া দিবারাত্র সম্মুখেই মৃত্যুদণ্ড, ইতি ভাবন করার অপেক্ষা গুরুতর দণ্ড আর কিছুই নাই। গঙ্গারাম পলকে পলকে শূলে যাইতেছিল। দণ্ডের আর তাহার কিছু অধিক বাকি নাই। ভাবিয়া ভাবিয়া, চিত্তবৃত্তি সকল প্রায় নির্বাপিত হইয়াছিল। মন অন্ধকারে ডুবিয়া রহিয়াছিল— ক্লেশ অনুভব করিবার শক্তি পৰ্য্যন্ত যেন তিরোহিত হইয়াছিল। মনের মধ্যে কেবল ত্বটি
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।