পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ রাজার কথা শ্ৰী সব শুনিল, শ্রীর কথা রাজা সব শুনিলেন। যেমন করিয়া, সৰ্ব্বত্যাগী হইয়া সীতারাম স্ত্রর জন্য পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াছেন, সীতারাম তাহ বলিলেন। স্ত্রী আপনার কথাও কতক কতক বলিল, সকল বলিল না। তার পর, ঐ জিজ্ঞাসা করিল, “এখন আমাকে কি করিতে হইবে ?” প্রশ্ন শুনিয়া সীতারামের নয়নে জল আসিল । চিরজীবনের পর স্বামীকে পাইয়া জিজ্ঞাসা করিল কি না, এখন আমাকে কি করিতে হইবে ?” সীতারামের মনে হইল, উত্তর করেন, “কড়িকাঠে দড়ি ঝুলাইয়া দিবে, আমি গলায় দিব।” তাহা না বলিয়া সীতারাম বলিলেন, “আমি আজ পাচ বৎসর ধরিয়া আমার মহিষী খুজিয়া বেড়াইতেছি। এখন তুমি আমার মহিষী হইয়। রাজপুরী আলো করিবে ।” শ্ৰী। মহারাজ ! নন্দার প্রশংসা বিস্তর শুনিয়াছি। তোমার সৌভাগ্য যে, তুমি তেমন মহিষী পাইয়াছ। অন্য মহিষীর কামনা করিও না। সীতা । তুমি জ্যেষ্ঠ। নন্দ যেমন হোক, তোমার পদ তুমি গ্রহণ করিবে না কেন ? শ্ৰী। যে দিন তোমার মহিষী হইতে পারিলে আমি বৈকুণ্ঠের লক্ষ্মীও হইতে চাহিতাম না, আমার সে দিন গিয়াছে। সীতারাম। সে কি ? কেন গিয়াছে ? কিসে গিয়াছে ? শ্ৰী। আমি সন্ন্যাসিনী ; সৰ্ব্ব কৰ্ম্ম ত্যাগ করিয়াছি। সীতারাম। পতিযুক্তার সন্ন্যাসে অধিকার নাই। পতিসেবাই তোমার ধৰ্ম্ম । শ্ৰী। যে সব কৰ্ম্ম ত্যাগ করিয়াছে, তাহার পতিসেবাও ধৰ্ম্ম নহে ; দেবসেবাও তাহার ধৰ্ম্ম নহে। - ** সীতা। সৰ্ব্ব কৰ্ম্ম কেহ ত্যাগ করিতে পারে না; তুমিও পার নাই। গঙ্গারামের জীবন রক্ষা করিয়া কি তুমি কৰ্ম্ম করিলে না ? আমাকে দেখা দিয়া তুমি কি কৰ্ম্ম করিলে না ? শ্ৰী। করিয়াছি, কিন্তু তাহাতে আমার সন্ন্যাসধৰ্ম্ম ভ্ৰষ্ট হইয়াছে, একবার ধৰ্ম্মভ্রষ্ট হইয়াছি বলিয়া এখন চিরকাল ধৰ্ম্মভ্রষ্ট হইতে বল ?