So 8 সীতারাম সীতা । স্বামিসহবাস স্ত্রীজাতির পক্ষে ধৰ্ম্মভ্রংশ, এমন কুশিক্ষা তোমায় কে দিল ? যেই দিক, ইহার উপায় আমার হাতে আছে। আমি তোমার স্বামী, তোমার উপর আমার অধিকার আছে। সেই অধিকার বলে, আমি তোমাকে আর যাইতে দিব না। শ্ৰী। তুমি স্বামী, আর তুমি রাজা । তা ছাড়া তুমি উপকারী, আমি উপকৃত। অতএব তুমি যাইতে না দিলে আমি যাইতে পারিব না। সীতা । আমি স্বামী, আমি রাজা, আর আমি উপকারী, তাই আমি যাইতে না দিলে তুমি যাইতে পারবে না। বলিতেছ না কেন, আমি তোমায় ভালবাসি, তাই আমি ছাড়িয়া না দিলে তুমি যাইতে পারিবে না ? স্নেহের সোণার শিকল কাটিবে কি প্রকারে ? * শ্ৰী। মহারাজ ! সে ভ্রমটা এখন গিয়াছে। এখন বুঝিয়াছি, যে ভালবাসে, ভালবাসায় তাহার ধৰ্ম্ম এবং সুখ আছে। কিন্তু যে ভালবাসা পায়, তাহার তাতে কি ? তুমি মাটির ঠাকুর গড়িয়া, তাহাকে পুষ্পচন্দন দাও, তাহাতে তোমার ধৰ্ম্ম আছে, সুখও আছে, কিন্তু তাহাতে মাটির পুতুলের কি ? সীতা । কি ভয়ানক কথা ! শ্ৰী। ভয়ানক নহে—অমৃতময় কথা। ঈশ্বর সর্বভূতে আছেন। ঈশ্বরে প্রতিই জীবের মুখ বা ধৰ্ম্ম । তাই সৰ্ব্বভূতকে ভাল বাসিবে। কিন্তু ঈশ্বর নির্বিবকার, তার মুখ দুঃখ নাই। ঈশ্বরের অংশ স্বরূপ যে আত্মী জীবে আছেন, তাহারও তাই। ঈশ্বরে অর্পিত যে গ্ৰীতি, তাহাতে র্তাহার সুখ দুঃখ নাই। তবে যে, কেহ ভালবাসিলে আমরা সুখী হই, সে কেবল মায়ার বিক্ষেপ । . সীতা । শ্ৰী ! দেখিতেছি কোন ভণ্ড সন্ন্যাসীর হাতে পড়িয়া তুমি স্ত্রীবুদ্ধিবশতঃ কতকগুলা বাজে কথা কণ্ঠস্থ করিয়াছ। ও সকল স্ত্রীলোকের পক্ষে ভাল নহে। ভাল যা, তা বলিতেছি, শুন । আমি তোমার স্বামী, আমার সহবাসই তোমার ধৰ্ম্ম ; তোমার ধৰ্ম্মান্তর নাই। আমি রাজ, সকলেরই ধৰ্ম্মরক্ষা আমার কৰ্ম্ম ; এবং স্বামীরও কৰ্ত্তব্য কৰ্ম্ম যে স্ত্রীকে ধৰ্ম্মানুবৰ্ত্তিনী করে। অতএব তোমার ধৰ্ম্মে আমি তোমাকে প্রবৃত্ত করিব। তোমাকে যাইতে দিব না। স্ত্রী। তা বলিয়াছি, তুমি স্বামী, তুমি রাজা, তুমি উপকারী। তোমার আজ্ঞা শিরোধাৰ্য্য। কেবল আমার এইটুকু বলিয়া রাখা যে, আমা হইতে তুমি সুখী হইবে না। সীতা । তোমাকে দেখিলেই আমি মুখী হইব ।
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।