পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS e میوه সীতায়াম ঐ । টিকিবে কি ? সীতা । ভাঙ্গে কার সাধ্য ? শ্ৰী। তুমিই ভাঙ্গিতেছ। রাজার রাজ্য, আর বিধবার ব্রহ্মচৰ্য্য সমান। যত্নে রক্ষা না করিলে থাকে না । সীতা । কৈ, অরক্ষাও ত হইতেছে না । ঐ। তুমি কি রাজ্য রক্ষা কর ? তোমাকে ত আমার কাছেই দেখি । সীতা । আমি রাজকৰ্ম্ম না দেখি, তা নয়। প্রায় প্রত্যহই রাজপুরীতে গিয়া থাকি। আমি এক দণ্ড দেখিলে যা হইবে, অষ্ঠের সমস্ত দিনে তত হইবে না। তা ছাড়া, তর্কালঙ্কার ঠাকুর আছেন, মৃন্ময় আছে, তাহারা সকল কৰ্ম্মে পটু। তাহারা থাকিতে কিছু না দেখিলেও চলে । শ্রী । একবার ত তাহারা থাকিতে রাজ্য যাইতেছিল। দৈবাৎ তুমি সে রাত্রে না পৌছিলে, রাজ্য থাকিত না। আবার কেন কেবল তাহাদের উপর নির্ভর করিতেছ? সীতা । আমি ত আছি। কোথাও যাই নাই। আবার বিপদ পড়ে, রক্ষা করিব। শ্ৰী। যতক্ষণ এই বিশ্বাস থাকিবে, ততক্ষণ তুমি কোন যত্বই করিবে না। যত্ন ভিন্ন কোন কাজই সফল হয় না। . সী। যত্বের ক্রটি কি দেখিলে ? শ্ৰী। আমি স্ত্রীজাতি, সন্ন্যাসী, আমি রাজকাৰ্য্য কি বুঝি যে, সে কথার উত্তর দিতে পারি। তবে একটা বিষয়ে মনে,বড় শঙ্কা হয়। মুরশিদাবাদের সংবাদ পাইতেছেন কি ? তোরা খা গেল, ভূষণ গেল, বারে ভুইয়া গেল, নবাব কি চুপ করিয়া আছে ? : সী। সে ভাবনা করিও না । মুরশিদ কুলি যতক্ষণ মাল খাজনা ঠিক কিস্তী কিস্তী পাইবে, ততক্ষণ কিছু বলিবে না। - শ্ৰী। পাইতেছে কি ? সী । হা, পাঠাইবার বন্দোবস্ত আছে বটে—তবে এবার দেওয়া যায় নাই, অনেক খরচ পত্র হইয়াছে। ঐ । তবে সে চুপ করিয়া আছে কি ? সীতারাম মাথা হেঁট করিয়া কিছু ক্ষণ নীরব হইয়া রহিলেন। পরে বলিলেন, “সে কি করিবে, কি করিতেছে, তাহার কিছু সংবাদ পাই নাই ।” শ্ৰী। মহারাজ। চিত্তবিশ্রামে থাক বলিয়া কি সংবাদ লইতে ভুলিয়া গিয়াছ ?