পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Sbr সীতারাম চন্দ্র । আমি বলিতেছি না যে, আপনি কাহারও মৃত্যুকামনা করেন। কিন্তু আপনি । মৃত্যুকামনা না করিলেও, যে আপনার রক্ষণীয়, তাহাকে আপনি যত্ন ও রক্ষা না করিলে, কাজেই তাহার মৃত্যু উপস্থিত হইবে। কেবল ছোট রাণী কেন, আপনার তত্ত্বাবধানের অভাবে বুঝি সমস্ত রাজ্য যায়। কথাটা আপনাকে বলিবার জন্য কয় দিন হইতে আমি চেষ্টা করিতেছি, কিন্তু আপনার অবসর অভাবে, তাহা বলিতে পারি নাই। রাজা মনে মনে বলিলেন, “সকল বেটাই বলে--তত্ত্বাবধানের অভাব—বেটার করে কি ?” প্রকাশ্বে বলিলেন, “তত্ত্বাবধানের অভাব-আপনার করেন কি ?” চন্দ্র । যা করিতে পারি—সব করি। তবে আমরা রাজা নহি । যেটা রাজার । হুকুম নহিলে সিদ্ধ হয় না, সেইটুকু পারি না। আমার ভিক্ষা, কাল প্লাতে একবার দরবারে বসেন, আমি আপনাকে সবিশেষ অবগত করি, কাগজপত্র,দেখাই ; আপনি রাজাজ্ঞা প্রচার করিবেন। রাজা মনে মনে বলিলেন, “তোমার গুরুগিরির কিছু বাড়াবাড়ি হইয়াছে—আমারও ইচ্ছা, তোমায় কিছু শিখাই ।” প্রকাশ্বে বলিলেন, “বিবেচনা করা যাইবে।” চন্দ্রচূড়ের তিরস্কারে রাজার সর্বাঙ্গ জলিতেছিল, কেবল গুরু বলিয়া সীতারাম র্তাহাকে বেশী কিছু বলিতে পারেন নাই। কিন্তু রাগে সে রাত্রি নিদ্রা গেলেন না। চন্দ্রচূড়কে কিসে শিক্ষা দিবেন, সেই চিন্তা করিতে লাগিলেন। প্রভাতে উঠিয়াই, প্রাতঃকৃত্যু সমস্ত সমাপন করিয়া দরবারে বসিলেন ; চন্দ্রচূড় খাতাপত্রের রাশি আনিয়া উপস্থিত করিলেন । চতুর্দশ-পরিচ্ছেদ । যে কথাটা চন্দ্রচূড় রাজাকে জানাইতে ইচ্ছা করিয়াছিলেন, তাহ৷ এই। যত বড় রাজ্য হউক না কেন, আর যত বড় রাজা হউক না কেন, টাক। নইলে কোন রাজ্যই চলে না। আমরা একালে দেখিতে পাই, যেমন তোমার আমার সংসার টাকা নহিলে চলে না—তেমনই ইংরেজের এত বড় রাজ্যও টাকা নহিলে চলে না। টাকার অভাবে তেমনই রোমক সাম্রাজ্য লোপ পাইল—প্রাচীন সভ্যতা অন্ধকারে মিশাইল। সীতারামের সহসা টাকার অভাব ट्झेल ।